প্রযোজক ও নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’। যার শূটিং শুরু হয় ১০ অক্টোবর থেকে। বান্দরবানে ২৯ অক্টোবর এ সিনেমার শূটিং চলার সময়ে সাপের কামরে আহত হন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক অভিনেতা ওমর সানী। এবার একই সিনেমার শূটিংয়ে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন অভিনেতা জাদু আজাদ। বান্দরবানে শূটিং শেষে বর্তমানে ঢাকায় শেষ লটের শূটিং চলছে প্রযোজক ও নির্মাতা মো. ইকবালের নতুন সিনেমা ‘ডেডবডি’। সেখানে বেশকিছু পোষা কুকুর নিয়ে সিনেমাটির একটি দৃশ্য ধারণের সময় এ ঘটনা ঘটে।