টেলিভিশন অভিনেত্রী চারু আসোপা সম্প্রতি মুম্বাই ছেড়ে রাজস্থানের বিকানেড়ে চলে গেছেন মেয়েকে নিয়ে। নতুন একটি বাড়িও কিনেছেন সেখানেই। আর এতেই শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং। কেউ বলছে তিনি কেন ট্রেনে নয়, বিমানে ভ্রমণ করলেন, আবার কেউ তার কেনাকাটার ভিডিও ছড়িয়ে ‘গরিব’ বলে কটাক্ষ করছেন। এবার নিজের ব্লগে এই ট্রোলারদের কড়া জবাব দিলেন চারু।