থিবীর বুকে এমন কিছু স্থান আছে, যা তার রহস্য, ইতিহাস আর অবিশ্বাস্য স্থাপত্য দিয়ে যুগ যুগ ধরে মানুষকে বিস্মিত করে আসছে। এমনই এক বিস্ময়কর জায়গা হলো মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে অবস্থিত প্রাচীন নগরী পেট্রা। পাথরের বিশাল বিশাল পর্বতমালাকে খোদাই করে তৈরি এই শহরটি তার গোলাপি আভাযুক্ত পাথরের কারণে `গোলাপী শহর` নামেও পরিচিত। এর লুকানো সৌন্দর্য আর অজানা ইতিহাস যেন আজও পর্যটকদের হাতছানি দেয়।