ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

পদদলিত হয়ে খাবারের জন্য অপেক্ষারত ২১ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ০৮:১৭, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ০৮:১৮, ১৭ জুলাই ২০২৫

পদদলিত হয়ে খাবারের জন্য অপেক্ষারত ২১ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি নিহত

সংগৃহীত প্রতীকী ছবি

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজায় মানবিক সংকট চরমে উঠেছে। গতকাল বুধবার খাবারের জন্য অপেক্ষারত ২১ জন ক্ষুধার্ত ফিলিস্তিনি পদদলিত ও শ্বাসরোধের শিকার হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ গাজার জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ প্রতিষ্ঠান জিএইচএফ দাবি করেছে, বিশৃঙ্খল ও বিপজ্জনক পরিস্থিতির কারণে পদদলিত হয়ে এই প্রাণহানি ঘটেছে। তাদের অভিযোগ, জনতার মধ্যে হামাসের সঙ্গে যুক্ত কিছু লোক অবস্থান করায় সেখানে কাঁদানে গ্যাস ছোড়া হয়, যার ফলে জীবন বাঁচাতে পালাতে গিয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এক বিবৃতিতে জিএইচএফ আরও দাবি করেছে যে, তাদের কর্মীরা ভিড়ের মধ্যে একাধিক অস্ত্রধারীকে দেখেছেন এবং মার্কিন ঠিকাদারকে বন্দুক দিয়ে হুমকি দেওয়া হয়েছিল।

তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই বক্তব্যের বিরোধিতা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণপ্রার্থীদের ভিড়ের ওপর টিয়ার গ্যাস ছোড়ার পরই শ্বাসরোধ ও পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় ৫৮ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৯ হাজার আহত হয়েছেন। চলমান যুদ্ধ এবং তীব্র খাদ্যভাবে গাজায় দুর্ভিক্ষের মতো সংকট দেখা দিয়েছে।

সাব্বির

×