
একটি উদ্ভট ও মনগড়া ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে কিছু মৌলবাদী ও সুবিধাবাদী গোষ্ঠী অপপ্রচারে নেমেছে—এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২, রায়পুর আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিবেকবর্জিত বক্তব্য দিয়ে তারেক রহমানের ইমেজ নষ্ট করা যাবে না।
বুধবার (১৬ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নে প্রতিনিধি নির্বাচনের ভোট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় টুমচর আসাদ একাডেমিতে অনুষ্ঠিত এ নির্বাচনে তিনি কেন্দ্র পরিদর্শন করেন এবং নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, দেশের মানুষ এখন অত্যন্ত সচেতন। ফকির-মুরিদ, ধান্ধাবাজদের কথায় তারা কান দেয় না। স্বাধীনতার সময় যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই আজ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে অপমান করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। কিন্তু তারা বোকার স্বর্গে বাস করছে।
তার দাবি, জিয়া পরিবার সবসময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়েছে। “এই পরিবারই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। লাখ লাখ নেতাকর্মী জেল-জুলুমের শিকার হলেও, কেউ দমে যায়নি,”—বলছিলেন আবুল খায়ের ভূঁইয়া।
তিনি আরও বলেন, আজ তারেক রহমানকে নিয়ে যারা মিথ্যাচার করছে, তারা যদি নিজেদের অতীত সামনে নিয়ে আসে, জনগণ বুঝে যাবে কার অবস্থান কোথায়। শুধু মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আবোল-তাবোল বললেই ইতিহাস বদলে যায় না।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করছি—নির্বাচনের পূর্বে যেন অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সেই প্রস্তুতি নিন। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন এবং যতটুকু সম্ভব, দ্রুত সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য রোডম্যাপ দিন। জনগণই ঠিক করবে কে থাকবে, কে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান ওভি প্রমুখ।
সানজানা