ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

যুক্তরাজ্যে পড়ার সুযোগ: স্কলারশিপ দিচ্ছে কিংস কলেজ লন্ডন

প্রকাশিত: ১৯:৪৪, ১৭ জুলাই ২০২৫

যুক্তরাজ্যে পড়ার সুযোগ: স্কলারশিপ দিচ্ছে কিংস কলেজ লন্ডন

যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান কিংস কলেজ লন্ডন ২০২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের আংশিক ও সম্পূর্ণ স্কলারশিপ ঘোষণা করেছে। এসব স্কলারশিপের আওতায় টিউশন ফি, জীবিকা ব্যয়, ভ্রমণ খরচ ও গবেষণা ব্যয় ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। নিচে উল্লেখযোগ্য কিছু স্কলারশিপের তালিকা ও তাদের বিবরণ তুলে ধরা হলো:

বাছাইকৃত স্কলারশিপসমূহ

  1. কিংস কলেজ লন্ডন মার্শাল স্কলারশিপ

    • অর্থায়ন: টিউশন ফি, জীবিকা ব্যয়, ভ্রমণ

    • প্রার্থীর দেশ: যুক্তরাষ্ট্র

  2. Colfuturo Loan Scholarship Program

    • অর্থায়ন: টিউশন ফি, জীবিকা ব্যয়

    • অর্থদাতা: COLFUTURO

    • প্রার্থীর দেশ: কলোম্বিয়া

  3. Dickson Poon School of Law PhD Studentship

    • অর্থায়ন: পূর্ণ টিউশন ফি ও স্টাইপেন্ড

    • বিষয়: আইন

    • স্তর: পিএইচডি গবেষণা

  4. ANID/CONICYT Becas Chile

    • অর্থায়ন: টিউশন, জীবিকা, ভ্রমণ

    • প্রার্থীর দেশ: চিলি

    • অর্থদাতা: CONICYT

  5. Centre for Doctoral Training in Digital Twins for Healthcare

    • অর্থায়ন: টিউশন, স্টাইপেন্ড, গবেষণা সহায়তা

  6. CMA CGM Excellence Fund for Education (২০২৫-২৬)

    • অর্থায়ন: টিউশন ফি

    • প্রার্থীর দেশ: লেবানন

  7. Commonwealth Shared Scholarship Scheme (CSSS)

    • অর্থায়ন: টিউশন, স্টাইপেন্ড, ভ্রমণ

    • অর্থদাতা: যুক্তরাজ্য ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস

  8. EMBA Scholarships

    • অর্থায়ন: টিউশন ফি

  9. FIDERH (Bank of Mexico) Loan Scheme

    • অর্থায়ন: টিউশন, জীবিকা

    • প্রার্থীর দেশ: মেক্সিকো

  10. MRC-ITND PhD Fellowship in Neurodevelopmental Disorders

    • অর্থায়ন: গবেষণা ব্যয়, স্টাইপেন্ড

    • প্রার্থীর মর্যাদা: হোম ফি স্ট্যাটাস

  11. Fulbright Postgraduate Scholarship

    • অর্থায়ন: টিউশন, জীবিকা

    • প্রার্থীর দেশ: যুক্তরাষ্ট্র

  12. FUNED Credit-Scholarships

    • অর্থায়ন: টিউশন, জীবিকা

    • প্রার্থীর দেশ: মেক্সিকো

  13. GREAT Scholarships

    • অর্থায়ন: টিউশন

    • প্রার্থীর দেশ: ফ্রান্স, ইতালি, স্পেন

  14. HESPAL (Higher Education Scholarships for Palestinians)

    • অর্থায়ন: টিউশন, জীবিকা

    • অর্থদাতা: ব্রিটিশ কাউন্সিল

    • প্রার্থীর দেশ: ফিলিস্তিন

  15. King’s–China Scholarship Council (K-CSC) PhD Scholarship

    • অর্থায়ন: টিউশন, স্টাইপেন্ড

    • অর্থদাতা: চীন স্কলারশিপ কাউন্সিল

    • প্রার্থীর দেশ: চীন

যোগ্যতার মানদণ্ড

স্কলারশিপের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে:

  • চমৎকার একাডেমিক রেজাল্ট।

  • নির্দিষ্ট ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন।

  • প্রযোজ্য নাগরিকত্বের শর্ত পূরণ।

  • কিংস কলেজ লন্ডনের ভর্তি অনুমোদনপত্র থাকতে হবে।

  • ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে।

  • আবেদনকৃত স্কলারশিপের নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।

  • আন্তর্জাতিক প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রদান করতে হবে।

Jahan

আরো পড়ুন  

×