ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

দেশ এখনো ফ্যাসিবাদমুক্ত নয়: দবিবুর রহমান

ইমামুল মিল্লাত, শেরপুর, বগুড়া

প্রকাশিত: ০০:১২, ১৮ জুলাই ২০২৫

দেশ এখনো ফ্যাসিবাদমুক্ত নয়: দবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৫ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী ও শেরপুর উপজেলা আমীর দবিবুর রহমান বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। একটি চক্র দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এনসিপির কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ ও হামলা তারই প্রমাণ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বগুড়ার শেরপুরে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে গোপালগঞ্জে এনসিপি আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে প্রশাসনের সঙ্গে আলোচনা সত্ত্বেও হামলার ঘটনা ঘটেছে। এটি গণতান্ত্রিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে আওয়ামীলীগ প্রমাণ করেছে, তারা এখনো অপশক্তির পথেই আছে।

তিনি আরও বলেন, এই হামলায় যারা জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে না। এসময় তিনি বর্তমান সরকারকে দেশব্যাপী সুষ্ঠু ও নিরাপদ রাজনৈতিক কর্মসূচি পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ মিছিলটি শহরের শাহী মসজিদ থেকে বের করা হয়। এরপর উপজেলা চত্বর ও ধুনট মোড় রোড ঘুরে আবার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


বিক্ষোভে অংশগ্রহণ করেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান,সিনিয়র নায়েবে আমির মাওলানা নাজমুল হক, রেজাউল করিম বাবলু , সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মাহমুদুর রহমান চুন্নু, জামায়াতের প্রচার সেক্রেটারী ইফতেখার আলম, শহর শিবিরের সভাপতি রাফি প্রমুখ।

আঁখি

আরো পড়ুন  

×