ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

স্বাস্থ্যসেবায় সেরা ৫ দেশের চিকিৎসা কেমন?

প্রকাশিত: ০৪:২১, ১৮ জুলাই ২০২৫

স্বাস্থ্যসেবায় সেরা ৫ দেশের চিকিৎসা কেমন?

ছবি: সংগৃহীত

চিকিৎসা সেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশ গড়ে তুলেছে শক্তিশালী স্বাস্থ্য অবকাঠামো, দক্ষ চিকিৎসাকর্মী, সহজলভ্য ও মানসম্মত ওষুধ, এবং জরুরি সংকট মোকাবেলার প্রস্তুতি।
এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সিইও ওয়ার্ল্ড প্রকাশ করেছে ‘বিশ্ব স্বাস্থ্য সেবা সূচক ২০২৪’, যেখানে ১১০টি দেশকে পাঁচটি মূল মানদণ্ডে মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো—স্বাস্থ্য অবকাঠামো, চিকিৎসাকর্মীদের দক্ষতা, ব্যক্তি-প্রতি ব্যয়, ওষুধের সহজলভ্যতা ও সরকারের প্রস্তুতি।

তালিকায় শীর্ষস্থান দখল করেছে তাইওয়ান।

১. তাইওয়ান (স্কোর: ৭৮.৭২)
তাইওয়ানের ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম একক কেন্দ্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত। প্রাথমিক চিকিৎসা থেকে বিশেষজ্ঞ পরামর্শ এবং হাসপাতালে ভর্তি—সব ক্ষেত্রেই তাইওয়ান রয়েছে অনেকটাই এগিয়ে।
ডিজিটাল হেলথ কার্ড ও কেন্দ্রীয় রেকর্ড ব্যবস্থা থাকায় রোগীরা দ্রুত এবং মানসম্পন্ন চিকিৎসা পান।

অবকাঠামো স্কোর: ৮৭

ওষুধের প্রাপ্যতা: ৮৩

স্বাস্থ্য সংকট মোকাবেলা: ৮২

২. দক্ষিণ কোরিয়া (স্কোর: ৭৭.৭)
দেশটির প্রায় ৯৭ শতাংশ নাগরিক যুক্ত রয়েছে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থার সাথে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক থাকার কারণে দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বে কম খরচে উচ্চমানের চিকিৎসা সেবার অন্যতম আদর্শ দেশ। চিকিৎসা ব্যবস্থাপনায় তারা অনেক আগেই পেছনে ফেলেছে বহু উন্নত দেশকে।

৩. অস্ট্রেলিয়া (স্কোর: ৭৪.১)
অস্ট্রেলিয়ার ‘মেডিকার’ স্বাস্থ্যনীতি একটি সরকারি-বেসরকারি হাইব্রিড মডেল হিসেবে পরিচিত। শহর ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবায় রয়েছে সমতা।
সরকার চিকিৎসা ব্যয়ের একটি বড় অংশ বহন করে এবং আদিবাসীদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য প্রকল্প।

৪. কানাডা
কানাডায় চালু আছে বিশ্বখ্যাত ইউনিভার্সাল হেলথ কেয়ার। নাগরিক ও স্থায়ী বাসিন্দারা সরকারি খরচে হাসপাতাল, অস্ত্রোপচার ও ওষুধ সেবা পান।
বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য অপেক্ষা কিছুটা বেশি হলেও, গড় মানের দিক থেকে দেশটি শীর্ষে।

স্বাস্থ্য সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতি স্কোর: ৮৮

৫. সুইডেন
পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় সুইডেনের স্বাস্থ্য ব্যবস্থা।
প্রাথমিক সেবা কেন্দ্রেই অধিকাংশ রোগ নির্ণয় হয় এবং শিশু, গর্ভবতী নারী ও বয়স্কদের জন্য রয়েছে বিশেষায়িত চিকিৎসা।

অবকাঠামো স্কোর: ৭৮

ওষুধের প্রাপ্যতা স্কোর: ৭৫
সুইডেন ই-হেলথ এবং স্বাস্থ্য গবেষণাতেও অগ্রণী ভূমিকা রাখছে।

শীর্ষ দশে আরও যারা
এই তালিকায় শীর্ষ দশে আরও রয়েছে—আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি, নরওয়ে ও ইসরায়েল।

শেখ ফরিদ 

×