ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কালো জাদুর রহস্য: কীভাবে কাজ করে এই অদৃশ্য কুফরি শক্তি?

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ জুলাই ২০২৫

কালো জাদুর রহস্য: কীভাবে কাজ করে এই অদৃশ্য কুফরি শক্তি?

ছবি: সংগৃহীত

কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ করা—এসব শব্দ শুনলেই ভীত হয়ে পড়ে যেকোনো মানুষ। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে—এই কালো জাদু আসলে কী? এটি কীভাবে কাজ করে?

আল্লাহ তাআলা কোরআনে কালো জাদুকে ‘সিহর’ নামে অভিহিত করেছেন। ‘সিহর’ শব্দের অর্থই হলো ‘ঢেকে রাখা’। অর্থাৎ, এই জাদু এমন এক জিনিস যা মানুষের দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে বা ঢাকা থাকে।

কালো জাদুর ব্যাখ্যা বুঝতে হলে প্রথমে আমাদের জানতে হবে জিন জাতি সম্পর্কে কিছু তথ্য।

আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন, তিনি জ্বীন জাতিকে সৃষ্টি করেছেন ‘ধোঁয়াবিহীন আগুন’ থেকে। মানুষ সৃষ্টির অনেক আগেই জিনদের সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ তাদের এমন কিছু ক্ষমতা দিয়েছেন যা তিনি মানুষকে দেননি। কোরআনের বর্ণনা থেকে জানা যায়, ইবলিসও ছিল জিনদেরই একজন। তবে ইবাদতের গভীরতায় সে ফেরেশতাদের স্তরে পৌঁছে গিয়েছিল এবং তাদের সাথেই বসবাস করত।


আদম (আ.)-কে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ দেন আদমকে সিজদা করতে। সব ফেরেশতা সিজদা করলেও ইবলিস করে না। তার অহংকার জন্মায়—সে আগুনের তৈরি, আর আদম মাটি থেকে তৈরি। আল্লাহর নির্দেশ অমান্য করায় ইবলিসকে বিতাড়িত করা হয় এবং তখন থেকেই সে মানবজাতির এক প্রকাশ্য শত্রুতে পরিণত হয়।

কালো জাদুর মূল ভিত্তি জিন।

বিশিষ্ট আলেম ও গবেষক ড. বিলাল ফিলিপস ও ড. ইয়াসির কাদীর গবেষণা মতে, জাদু মূলত এক ধরনের চুক্তি মানুষের (জাদুকরের) সঙ্গে জিনদের মধ্যে। জাদুকর নিজের ‘সত্তা’ বা ‘লফস’ উৎসর্গ করে জিনের কাছে। এর বিনিময়ে জিন তাকে সাহায্য করে, তবে শর্ত থাকে—জাদুকরকে করতে হবে কিছু ‘উদ্ভট’ ও ‘জঘন্যতম’ কাজ, যেমন কোরআনের আয়াতকে অবমাননা, পবিত্র জিনিসকে অপবিত্র করা ইত্যাদি।

প্রশ্ন আসে, জিন এতে কী লাভ পায়?

এর উত্তর লুকিয়ে আছে ইবলিসের অহংকারে। এই পুরো প্রক্রিয়া ইবলিসকে আনন্দিত করে। সে আল্লাহর কাছে গিয়ে বলে: “হে আল্লাহ, আপনি তো এই মানুষকে আমার চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন, অথচ সে আজ আপনার ইবাদত না করে আমার উপাসনা করছে।”

অর্থাৎ, জিন ও শয়তান মানবজাতিকে আল্লাহর পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়াই তাদের লাভ। আর যে ব্যক্তি এই কালো জাদু শেখে, শেখায় বা চর্চা করে, সে কুফরি করে বসে। কোরআন মতে, সে আল্লাহর সাথে শিরক করে ফেলে এবং কাফের হয়ে যায়। এই দুনিয়ার সাময়িক লাভের জন্য সে নিজের আখিরাত নষ্ট করে ফেলে।

কালো জাদুর সূচনা

কালো জাদুর সূচনা হয়েছিল দুইজন ফেরেশতা হারুত ও মারুত এর মাধ্যমে। এ দুজনই প্রথম মানুষকে কালো জাদু শিক্ষা দেন। 

 

শেখ ফরিদ

×