
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক মাসগুলোতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সংসার ভাঙনের গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায়। তবে এবার এই গুজবের সরাসরি জবাব দিলেন ওবামা দম্পতি, নিজেদের পডকাস্ট অনুষ্ঠানে।
“ও আমাকে আবার ফিরিয়ে নিয়েছিল!” বলেই হাসলেন বারাক ওবামা। অপরদিকে, মিশেল ওবামা একেবারে স্পষ্টভাবে গুজবকে উড়িয়ে দিয়ে বলেন, “আমার জীবনে একটিবারের জন্যও মনে হয়নি, আমি আমার মানুষটিকে ছেড়ে যাব। আমরা কঠিন সময় পার করেছি, আনন্দের সময়ও কাটিয়েছি, অনেক অ্যাডভেঞ্চার করেছি। আমি এই মানুষটির জন্যই একজন ভালো মানুষ হয়ে উঠেছি।”
এই প্রথমবারের মতো তারা সংসার ভাঙনের গুজব নিয়ে সরাসরি কথা বললেন। বিশেষ করে মিশেল ওবামা যখন ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ও জিমি কার্টারের শেষকৃত্যে অনুপস্থিত ছিলেন, তখন থেকেই এই গুজব ডালপালা মেলতে শুরু করে।
পডকাস্টে মিশেলের ভাই ক্রেইগ রবিনসন বলেন, “তোমাদের একসাথে দেখাটা খুব ভালো লাগছে।” মিশেল জবাবে বলেন, “হ্যাঁ, কারণ যখন আমরা একসাথে থাকি না, তখন সবাই ধরে নেয় আমাদের ডিভোর্স হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমি ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যাইনি, এটা আমার একান্ত সিদ্ধান্ত ছিল। বছর শুরুর কিছু সিদ্ধান্ত, যা ছিল আমার নিজের জন্য, তা নিয়েও আমাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। কেউ বিশ্বাসই করতে চায়নি যে আমি নিজস্ব কারণেই ‘না’ বলেছি, তারা ধরে নিয়েছে আমার বিয়ে ভেঙে যাচ্ছে।”
প্রসঙ্গত, ১৯৯২ সালে বিয়ে করেন বারাক ও মিশেল ওবামা। তাদের দুটি কন্যাসন্তান আছে মালিয়া ও সাশা। মিশেল আরও বলেন, “আমরা এখন ষাটের কোঠায়। আর আমরা প্রতিটি মুহূর্ত ইন্সটাগ্রামে দেই না, তার মানে এই না যে আমাদের বিয়ে ভেঙে যাচ্ছে।”
এক পর্যায়ে মিশেল মজার ছলে বলেন, “আমি খুশি যে আমাদের কোনো ছেলে হয়নি, না হলে সে হতো আরেকটা বারাক!”
মুমু ২