
ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) বৃহস্পতিবার (১৭ জুলাই) একটি কড়া বিবৃতি দিয়ে ন্যাটো প্রধান মার্ক রুটের রাশিয়ার সাথে বাণিজ্য নিয়ে হুমকির জবাব দিয়েছে। ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “আমরা এই বিষয়ে খবর দেখেছি এবং বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের জনগণের জ্বালানির চাহিদা পূরণই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।”
তিনি স্পষ্ট বলেন, “আমরা বাজারে যা পাওয়া যায় এবং বৈশ্বিক পরিস্থিতির ভিত্তিতেই সিদ্ধান্ত নিই। এই প্রসঙ্গে ডাবল স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে আমরা বিশেষভাবে সতর্ক করছি।”
ন্যাটো প্রধান রুটে, মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ভারত, চীন ও ব্রাজিল যদি রাশিয়ার সাথে ব্যবসা চালিয়ে যায়, তাহলে তারা ‘সেকেন্ডারি স্যাংশনে’ ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি এও বলেন, “আমি এই তিন দেশের নেতাদের বলছি—মস্কোকে ফোন দিন এবং পুতিনকে বলুন, শান্তি আলোচনা শুরু করতে হবে, নাহলে এর ভয়াবহ ধাক্কা ভারত, চীন ও ব্রাজিলের উপর পড়বে।”
তবে সমালোচকেরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশগুলো নিজেরাই এখনো ব্যাপকভাবে রাশিয়ার গ্যাস ও তেল কিনছে। উদাহরণস্বরূপ, ২০২২ সাল থেকে ইইউ সবচেয়ে বড় রাশিয়ান এলএনজি ও পাইপলাইন গ্যাসের ক্রেতা। আর তুরস্ক, ন্যাটো সদস্য হয়েও রাশিয়ার তেল পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক।
ভারতের কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী হারদীপ সিং পুরি বলেছেন, “আমরা মোটেই চিন্তিত নই। ভারত ইতোমধ্যেই তার তেল আমদানির উৎস ২৭টি দেশ থেকে বাড়িয়ে ৪০টি দেশে পৌঁছেছে। যদি কোনো সমস্যা হয়, আমরা তা মোকাবিলা করতে প্রস্তুত।”
মুমু ২