
গোপালগঞ্জের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ‘জি নাইন’ প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত। তিনি দাবি করেছেন, নিহতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, হত্যাকাণ্ডের সূচনা করেছে আওয়ামী লীগই। তার ভাষায়, “যদি আওয়ামী লীগ এনসিপির ওপর হামলা না করত, তাহলে এই হতাহতের ঘটনা ঘটত না।”
ডা. সায়ন্ত বলেন, “গোপালগঞ্জকে আওয়ামী লীগ এমনভাবে নিজের ‘তীর্থস্থান’ বানিয়ে ফেলেছে, যেন সেটি বাংলাদেশের ভিতরে একটি স্বাধীন অঞ্চল।
তিনি এনসিপির ঘটনাকে ‘স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি’ হিসেবে উল্লেখ করে বলেন, “এনসিপি একটি নতুন দল, তাদের এখনো তৃণমূল পর্যায়ে পুরোনো দলগুলোর মতো শক্তিশালী কাঠামো নেই—এটা স্বাভাবিক। তা সত্ত্বেও তারা গোপালগঞ্জে সভা করতে গিয়েছিল। অথচ অতীতে আমরা দেখেছি বিএনপির মতো দলের শীর্ষ নেতার ওপরও এই এলাকায় হামলা হয়েছে।”
হামলার পর এনসিপি সমাবেশ করতে পেরেছে পুলিশের সহায়তায়। “পুলিশ না থাকলে সেটা সম্ভব হতো না। তবে এই সহায়তা পর্যাপ্ত ছিল না, এবং গোড়ার দিকের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
ঘটনার ইতিবাচক দিক তুলে ধরে ডা. সায়ন্ত বলেন, “এই ঘটনার মাধ্যমে যেটা স্পষ্ট হয়েছে তা হলো—নিষিদ্ধ ঘোষিত শক্তি এখনো সক্রিয়। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এই ঘটনার প্রতিবাদে একক সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটা সাম্প্রতিক রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ পালাবদল।”
সানজানা