
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষক সমাজ ২০২৪ সালের ১৭ জুলাই এক বিক্ষোভ কর্মসূচি পালনকালে তাৎক্ষণিকভাবে সাহসী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেন। মিছিল চলাকালে খবর আসে যে শাহবাগ থানায় দুজন শিক্ষার্থী আটক রয়েছেন। এরপর শিক্ষকরা দ্রুত সিদ্ধান্ত নিয়ে সরাসরি শাহবাগ থানায় গিয়ে আটক শিক্ষার্থীদের মুক্ত করে আনেন।
এই ঘটনার পর অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত শিক্ষকরা স্পষ্ট বার্তা দেন, তারা যেকোনো নিপীড়নের বিরুদ্ধে ছাত্রদের পাশে থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষক ও উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে সেদিনের ঘটনাকে স্মরণ করে লেখেন,
“১৭ জুলাইয়ের সেই দিন নিপীড়নবিরোধী শিক্ষক সমাজের কর্মসূচি ছিল। সেখান থেকে মিছিল করার সময় খবর আসে শাহবাগ থানায় আটক রাখা হয়েছে দুজন ছাত্রকে। সিদ্ধান্ত নেয়া হয় সঙ্গে সঙ্গে—তাদের উদ্ধার করতে হবে। আমরা গিয়েছিলাম, এনেছিলাম। এরপর অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমাবেশ হয়। শিক্ষকরা আছে ছাত্রদের পাশে—এই বার্তার প্রয়োজন ছিল সেদিন।”
ড. নজরুল আরও বলেন, দেশের স্বৈরাচারী দমননীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই সেদিন শিক্ষক সমাজ নিজ ভূমিকা পালন করেছিল। শিক্ষকদের এই সাহসী পদক্ষেপকে বিভিন্ন মহল থেকে প্রশংসা করা হয়েছে।
ছামিয়া