ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ জুলাই ২০২৫

বাকেরগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ছবি: প্রতীকী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ড কলসকাঠী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম জাকির মীরা (৪৫)। তিনি পেশায় একজন দিনমজুর এবং স্থানীয়ভাবে গাছ কাটার কাজ করতেন। প্রতিদিনের মতো আজ সকালে একটি বড় গাছ কাটার সময় ভারসাম্য হারিয়ে গাছের উপর থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহতাব এহসান তাকে মৃত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা লাশ ময়নাতদন্ত করবে না বলে জেলা প্রশাসক থেকে অনুমতি নিয়েছেন। তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাকিব

×