
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে সংঘর্ষ, সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হামলাকারীদের ধরতে গোপালগঞ্জে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ।
আজ শুক্রবার (১৮ জুলাই) গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব ড. মোঃ রুহুল আমিন সরকার গণমাধ্যমকে জানান, ‘আমরা চিরুনি অভিযান চালাচ্ছি। প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমরা সর্বোচ্চ তৎপর আছি। যারা অপরাধী ছিলেন তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি। অনেক ছিল ছোট ছোট বাচ্চা, যারা আমাদেরকে আক্রমণ করেছে। তাদেরকে তো এখন পাওয়া যাচ্ছে না শহরে। আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহরকেন্দ্রিক।’
পুলিশ কর্মকর্তা মোঃ রুহুল আরও বলেন, ‘কাউকে অহেতুক হয়রানি করা হচ্ছে না। ওষুধের দোকান খোলা আছে, খাবারের দোকান খোলা আছে, আমরা তো কোনো নিরীহ মানুষকে এরেস্ট করছি না।’
সূত্র: https://www.facebook.com/share/r/15ba3Dd8Wg/
রাকিব