ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সবুজে ঘেরা ঢাকার অদূরের টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান: নিটার

মিঠুন দাস মিঠু, কন্ট্রিবিউটিং রিপোর্টার, নিটার 

প্রকাশিত: ২১:৫২, ১৮ জুলাই ২০২৫

সবুজে ঘেরা ঢাকার অদূরের টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান: নিটার

দৈনিক জনকণ্ঠ

সবুজ প্রকৃতির আঁচলে মোড়ানো সাভারের প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)। প্রাকৃতিক সৌন্দর্য আর প্রকৌশল শিক্ষার অপূর্ব মেলবন্ধন এ প্রতিষ্ঠানটির। প্রায় ১৭ একরের বিস্তীর্ণ এই ক্যাম্পাসটি ঋতুভেদে ধারণ করে ভিন্ন ভিন্ন রূপ—গ্রীষ্মে একরকম, শীতে ভিন্ন এবং বর্ষায় এক মোহময় রূপে ধরা দেয় নিটার।

বিশেষ করে বর্ষাকাল যেন নিটারের প্রকৃতিকে প্রাণ ফিরিয়ে দেয়। ক্যাম্পাসজুড়ে ছায়া বিস্তার করে থাকা সুউচ্চ বৃক্ষরাজি সবুজ পাতার ঢেউয়ে ঢেকে ফেলে কাণ্ড।

হাঁটাচলার পথগুলো তখন ঢেকে থাকে হালকা স্বচ্ছ জলে, যার প্রতিচ্ছবিতে মেলে এক নতুন নিটার। ছাত্র হোস্টেলের পেছনের গাছপালাগুলোর মাঝে বর্ষার আঁচড়ে জন্ম নেয় এক রহস্যময় সৌন্দর্য—এ যেন এক অবারিত সবুজ স্বর্গ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অধিভুক্ত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই হাজার। ভর্তি ও পরীক্ষাসহ অ্যাকাডেমিক প্রশাসনিক কার্যক্রম সরাসরি পরিচালিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে, তবে শ্রেণি কার্যক্রম ও দিনকালিন অ্যাকাডেমিক রুটিন পরিচালিত হয় প্রতিষ্ঠান কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায়।

শুরুটা হয়েছিল শুধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়েই। কিন্তু সময়ের প্রয়োজনে ও শিক্ষার্থীদের আগ্রহে একে একে যুক্ত হয়েছে নতুন নতুন বিভাগ—ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং।

এ পর্যন্ত নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১০টি ব্যাচ সফলভাবে স্নাতক সম্পন্ন করেছে এবং দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিজেদের একটি উল্লেখযোগ্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। একইসাথে, বর্তমানে এখানে মাস্টার্স পর্যায়ের (এমএসসি) অধ্যয়নের সুযোগও রয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য ও মননশীল শিক্ষার অপূর্ব সমন্বয়ে নিটার হয়ে উঠেছে বাংলাদেশের টেক্সটাইল খাতে ভবিষ্যৎ নির্মাণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক অনন্য ও প্রেরণাদায়ী প্রতিষ্ঠান।

হ্যাপী

×