ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এবার ড্রোন শো’তে ‘নাটক কম করো পিও’, শেয়ার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশিত: ২৩:৫৬, ১৮ জুলাই ২০২৫

এবার ড্রোন শো’তে ‘নাটক কম করো পিও’, শেয়ার করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

শুক্রবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

পোস্টে তিনি লেখেন,
নাটক কম করো পিও...
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস ড্রোন শো।

উল্লেখ্য, শুক্রবার (১৮ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান এবং ড্রোন শো প্রদর্শিত হয়।

হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে শিল্পকলা একাডেমির সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

জুলাইয়ের গান শেষে প্রদর্শিত হয় জুলাই গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক ‘ড্রোন শো’।

অনুষ্ঠানে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে গড়ে তোলা প্রতিরোধের ওপর চলচ্চিত্র প্রদর্শনী হয়। দ্রোহ ও বিজয়ের গান পরিবেশনা এবং ড্রোন শোর আয়োজন উপভোগ করেন হাজারো দর্শক।

এ সময় নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, স্টেট, ইউডা, ইন্ডিপেন্ডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, ইউআইটিএস-সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সূত্রঃ https://www.facebook.com/asifmahmudofficial07/posts/pfbid0LZXXoatZWfAN1ZFdDm42UpmGkUmBfmvgfUGqRBSbVTcwqWkoGWQYqHkVd4f1zVfpl

ইমরান

×