সবশেষ কয়েক বছরে বড়সড় পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি ক্রিকেটে। একটা সময় ১৫০ কিংবা ১৬০ রানে জেতা গেলেও এখন পার স্কোর গিয়ে দাঁড়িয়েছে কখনও ১৮০ আবার কখনও সেটা ১৯০ রান। এমনকি ম্যাচের পর ম্যাচে দেখা মিলছে দুইশ পেরনো পুঁজিও। অথচ সবশেষ ১০ বছরে টি-টোয়েন্টিতে বলার মতো উন্নতি করতে পারেনি বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১২৭ রানে গুটিয়ে গিয়ে ভারতের কাছে হার ৭ উইকেটে।