ক্রিকেট বিশ্বকাপে যুক্ত হলো আরও একটি নতুন নাম – ইতালি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিয়েছে, আর ২০২৬ সালের আসরের মাধ্যমে ইতালি হতে যাচ্ছে বিশ্বকাপের ২৫তম দল। নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ দিনে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করে তারা প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে।