ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ জুন ২০২৩, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০

ক্রিকেট

অভিজ্ঞতায় নিজেদের এগিয়ে রাখছেন আকরাম

অভিজ্ঞতায় নিজেদের এগিয়ে রাখছেন আকরাম

আফগানিস্তান বিশ্ব ক্রিকেটের অন্যতম উঠতি শক্তি হিসেবে ভয়ংকর দল হয়ে উঠেছে। সেটার প্রমাণ তারা দিয়েছে শ্রীলঙ্কা সফরে গিয়ে স্বাগতিকদের প্রথম ওয়ানডেতে বিধ্বস্ত করে। ২০১৯ সালে প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই স্বাগতিকদের ২২৪ রানে হারিয়ে দেয় তারা। এ কারণে আসন্ন সিরিজে আফগানরা কঠিন প্রতিপক্ষ হবে স্বাগতিক বাংলাদেশের এটা সবাই মানছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও সেটাই বলেছেন এবং তিনি মনে করেন, আফগানদের আর কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক দাবি করেছেন, অভিজ্ঞতার কারণে এগিয়ে থাকবে বাংলাদেশ।

সর্বশেষ

জনপ্রিয়