
স্মৃতি মান্ধানা। ছবি-ওমেন্স ক্রিকেট ডট কম
রঙিন পোশাকের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন স্মৃতি মান্ধানা। গত মাসেই দীর্ঘ ছয় বছর পর ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করা ভারতীয় সুন্দরী ব্যাটার টি-টেয়েন্টিতেও উড়ছেন। রানের বন্যা বইয়ে সেঞ্চুরিতে গড়েছেন নতুন রেকর্ড। সেঞ্চুরির পর র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মান্ধানা। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা(আইসিসি) থেকে সুখবর পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিও।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ (মঙ্গলবার) হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩ নম্বরে মান্ধানা। ৭৭১ রেটিং পয়েন্ট আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ক্যারিয়ারসেরা রেটিং। ২৮ জুন ট্রেন্টব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১১২ রান করেন। তাতে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিন সংস্করণে সেঞ্চুরির কীর্তি গড়েন মান্ধানা।
তাঁর এগিয়ে যাওয়ার দিন উন্নতি হয়েছে জ্যোতিরও। এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৬ নম্বরে বাংলাদেশ অধিনায়ক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি খেলেছেন এ বছরের ৩১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
৭৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বরাবরের মতো সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। দুইয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুসের রেটিং পয়েন্ট ৭৭৪। উইন্ডিজ অধিনায়কেরও জায়গা পরিবর্তন হয়নি।
মান্ধানা এগিয়ে যাওয়ায় পিছিয়েছেন অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা। এক ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন চার নম্বরে ম্যাকগ্রা। মান্ধানার মতো শেফালি ভার্মার উন্নতি হলেও পিছিয়েছেন আরেক ভারতীয় জেমিমা রদ্রিগেজ।
ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে মান্ধানা। ভারতীয় এই বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭২৭। ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে জায়গাটা ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট।
৭৪৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল।
মিরাজ /রাজু