ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মাত্র এক সপ্তাহেই ফল, এবার চুল গজাবে সম্পূর্ণ নতুনভাবে

প্রকাশিত: ১৮:২৩, ১ জুলাই ২০২৫

মাত্র এক সপ্তাহেই ফল, এবার চুল গজাবে সম্পূর্ণ নতুনভাবে

ইউসিএলএ-র বিজ্ঞানীরা একটি সম্ভাবনাময় নতুন অণু আবিষ্কার করেছেন — যার নাম PP405 — যা সুপ্ত চুলের ফলিকলগুলোকে পুনরায় সক্রিয় করে পূর্ণ, সুস্থ চুল গজাতে সহায়তা করতে পারে।

এই বৈপ্লবিক আবিষ্কারটি এমন একটি প্রোটিনকে লক্ষ্য করে কাজ করে, যা ফলিকল স্টেম সেলগুলোকে নিষ্ক্রিয় করে রাখে। যখন ওই প্রোটিনকে ব্লক করা হয়, ফলিকলগুলো জেগে ওঠে এবং টার্মিনাল হেয়ার উৎপাদন শুরু করে — কেবল হালকা ফাজ বা শিশুসুলভ লোম নয়।

প্রাথমিক মানব পরীক্ষায় অংশগ্রহণকারীরা মাত্র এক সপ্তাহ এই চিকিৎসা টপিক্যালি (চামড়ায় প্রয়োগযোগ্যভাবে) ব্যবহার করে উল্লেখযোগ্য হারে চুল গজানোর ফলাফল দেখেছেন।

এবং হ্যাঁ — এগুলো ছিল আসল চুল, হালকা শিশুসুলভ লোম নয়।

যদিও আরও পরীক্ষা চলছে এবং এফডিএ অনুমোদন এখনও বাকি, তবে গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতে টাক পড়া শুধু নিয়ন্ত্রণ নয় — বরং পুরোপুরি বিপরীতমুখী করে তোলার সুযোগ সৃষ্টি করতে পারে।

Jahan

×