ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

তিতুমীর কলেজে জুলাই আন্দোলনের শহিদ মামুনের নামে ছাত্রাবাস উদ্বোধন

মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী, তিতুমীর কলেজ

প্রকাশিত: ২১:৪৮, ১ জুলাই ২০২৫

তিতুমীর কলেজে জুলাই আন্দোলনের শহিদ মামুনের নামে ছাত্রাবাস উদ্বোধন

দৈনিক জনকণ্ঠ

সরকারি তিতুমীর কলেজে  উদ্বোধন করা হয়েছে নবনির্মিত শহিদ মামুন ছাত্রাবাস। আজ মঙ্গলবার (১ জুলাই) বেলা ১২টায়  ফিতা কেটে এই আবাসন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দিন আহমেদ।

উদ্‌বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের  সম্পাদক ড. আতিকুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিল।

উদ্‌বোধনী অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, "রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে আমরা  কিছু করতে পারিনি কিন্তু এই ছাত্রাবাসের নাম রাখা হয়েছে আমাদের শিক্ষার্থী জুলাইয়ের শহিদ মামুনের নামে। আশা করি এর মাধ্যমে আমরা একটু হলেও জুলাইয়ের স্মৃতি বহন করতে পারব"।

 কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ  বলেন, "সরকার শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যই এই ছাত্রাবাস নির্মাণ করে দিয়েছে। আশা করি শিক্ষার্থীরা এখানে সুন্দর পরিবেশে পড়াশোনা চালিয়ে যেতে পারবে"। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা যেহেতু এখানে পড়াশোনা করতে এসেছ, তাই আশা করি মনোযোগ সহকারে পড়াশোনা করে তোমরা এই কলেজের মুখ উজ্জ্বল করবে"।

উল্লেখ্য, শহিদ মামুন ছিলেন জুলাই ছাত্র আন্দোলনের একজন শহিদ ও সরকারি তিতুমীর কলেজের এক নিবেদিতপ্রাণ শিক্ষার্থী। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তিনি নিজের জীবন উৎসর্গ করেন। তার সাহসিকতা, ত্যাগ ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এই ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে ‘শহিদ মামুন ছাত্রাবাস’।

হ্যাপী

×