
রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।
ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের ডা. জাকিয়া বলেন, “তিনটি মরদেহে একই ধরনের লক্ষণ দেখা গেছে। সব মিলিয়ে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যুগুলো হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করে পরীক্ষার জন্য মহাখালী পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেগুলোর রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
এর আগে মরদেহ তিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, “তিনটি মরদেহের শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়াই মৃত্যুর কারণ হতে পারে।”
ময়নাতদন্ত শেষে তিনটি মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে
মহাখালী পরীক্ষাগার থেকে রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
মিমিয়া