ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩২, ১ জুলাই ২০২৫

ফিরছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’

বড় চমক নিয়ে এলেন ভিন ডিজেল

ভক্তদের জন্য বড় চমক নিয়ে এলেন ভিন ডিজেল। বহু প্রতীক্ষিত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ এক দশক পর পর্দায় ফিরছেন প্রয়াত পল ওয়াকারের জনপ্রিয় চরিত্র ব্রায়ান ও’কনর। ক্যালিফোর্নিয়ার পোমোনায় অনুষ্ঠিত ফুয়েলফেস্টে হাজির হয়ে ভিন ডিজেল জানান, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ পর্ব মুক্তি পাবে ২০২৭ সালের এপ্রিল মাসে।

দর্শকের উল্লাসের মধ্যেই তিনি জানান, স্টুডিও তার কাছে তিনটি শর্ত মেনে নিতে বলেছিল শেষ ছবি নির্মাণের জন্য। ভিন বলেন, আমি বলেছি, তিনটি শর্ত মানলে ছবিটি করব। প্রথমত, ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনতে হবে লস অ্যাঞ্জেলেসে। দ্বিতীয়ত, ফিরে যেতে হবে আসল গতি, রাস্তাঘাট, আর গাড়ির সংস্কৃতিতে। আর তৃতীয়ত, ফিরিয়ে আনতে হবে ব্রায়ান ও’কনরকে। ছবিতে ব্রায়ান ও’কনর চরিত্রে অভিনয় করেছিলেন পল ওয়াকার।

তিনি ২০১৩ সালে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান। মৃত্যুর সময় তিনি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শূটিংয়ে ছিলেন। সে সময় তার কিছু দৃশ্য সম্পন্ন করতে তার ভাইদের সহায়তায় এবং সিজিআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। যদিও ব্রায়ান চরিত্রটি কীভাবে ফিরবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি ভিন ডিজেল। তবে সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে প্রয়াত অভিনেতাদের চরিত্র সিজিআই ও বডি ডাবলের মাধ্যমে ফিরিয়ে আনার নজির রয়েছে।

×