
ফররুখ আহমেদ রেহান
এই প্রজন্মের একেবারেই তরুণ অভিনেতা ফররুখ আহমেদ রেহান। মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে তার অভিষেক হয়। এই নাটকে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহা। এর পরও আরও কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ে এখন আগের চেয়েও একটু ম্যাচিউরডই বলা চলে। যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত।
এরই মধ্যে রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে রাফাত মজুমদার রিংকু পরিচালিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’। দয়াল সাহা রচিত এই নাটকে রেহান চরিত্রেই অভিনয় করেছেন তিনি। এই নাটকে অভিনয়ের জন্য রেহান বেশ সাড়া পাচ্ছেন বলেও জানালেন। রেহান বলেন, গত বছরের শেষ প্রান্তে নাটকে আমার অভিনয়ে যাত্রা শুরু। এ জন্য সব সময়ই আমি কৃতজ্ঞ মিজানুর রহমান আরিয়ান ভাইয়ের কাছে। এর পরেও আরও কয়েকটি নাটকে অভিনয় করেছি।
তবে গত ঈদ উপলক্ষে রঙ্গন এন্টারটেইনমেন্টে প্রকাশিত ‘বাতাসে প্রেমের ঘ্রাণ’ নাটকটিতে অভিনয়ের জন্য অনেক সাড়া পাচ্ছি। কেউ কেউ বলছেনও আগের চেয়ে অভিনয়ে ম্যাচিউরিটি এসেছে। কিন্তু আমি আমার অভিনয়ে সন্তুষ্ট নই। আমার মনে হচ্ছে যে আমাকে অভিনয়ে আরও অনেক সময় দিতে হবে, অনেক ভালো করতে হবে। এখন আসলে যে নাটকেই অভিনয় করছি না কেন আমি মনে করি আমি অভিনয় শিখছি।
যাদের নির্দেশনায় কাজ করছি তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আগামীতে আরও ভালো ভালো গল্পের নাটকে কাজ করার প্রত্যাশা রাখছি। রেহান জানান তারেক রহমান ও এহসান এলাহী বাপ্পীর দুটো নাটকও শীঘ্রই প্রচারে আসবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, তানজিন তিশা প্রমুখ।