
পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর দেকে আটক করে থানার মাঠে স্লোগান দিদিয়ে উল্লাস করায় বৈষম্য বিরোধী ছাত্রদের উপর পুলিশ লাঠি চার্জ করেছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুল ইসলাম তৌকির (২১), মো: নাদিম (২১), মো: আয়াস (১৬), মো: আকিল (১৮), মো: ইরফান উদ্দিন (১৮), তাসরিয়ান হাসান (১৮), মো: রায়হান উদ্দিন (২০), সাইফুল ইসলাম (১৭), জাহেদুল করিম শাহী (১৮), মুনতাসির আহমদ (১৭), সাইফুল ইসলাম (১৮)। আহতরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে পটিয়া থানার মাঠেই এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈষম্য বিরোধী পটিয়ার ছাত্ররা জুলাই দিবস পালন উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পটিয়া শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করেন। অনুষ্ঠান শেষ করে থানার মোড়ের দিকে গেলে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকর দেকে দেখতে পান। এসময় বৈষম্য বিরোধী ছাত্ররা দীপংকরকে ঘিরে ফেলেন এবং থানার মাঠে স্লোগান দেন। এক পর্যায়ে পুলিশ দৌড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর ব্যাপক লাঠি চার্জ করেন বলে অভিযোগ। লাঠি চার্জের কারনে গুরুতর আহত হয়েছেন তৌকির ও সাইফুল ইসলাম। এই দুইজন ছাড়াও আহত ৯ জন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মো: নওশাদ বৈষম্য বিরোধী আহত ছাত্রদের চিকিৎসা দিয়েছেন।
লাঠি চার্জের শিকার আশরাফুল ইসলাম তৌকির জানান, থানার মোড়ে রাঙামাটি জেলা ছাত্রলীগ নেতা দীপংকরকে দেখতে পেয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে আটক করে থানার মাঠে নিয়ে স্লোগান দেন এবং পুলিশকে বুঝিয়ে দেন। এসময় পুলিশ অতর্কিতভাবে লাঠি চার্জ করেন।
পুলিশ বট, দুই নম্বর ও ফাওঃ:
মোমবাতি প্রজ্জলন করে জুলাই দিবস পালন অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক গোলাম মওলা মাশরাফ থানা পুলিশকে বট, দুই নম্বর ও ফাও। এসময় তিনি মন্তব্য করে-পুলিশ প্রশাসন টেন্ডারবাজ, চাঁদাবাজদের সাহায্য করতেছে। আসামীদেরকে আপনারা গ্রেফতার করতে ব্যর্থ। ছোটখাটোদের ধরার দরকার নেই। এসব অপরাধীদের থাপ্পড়ালে চলবে। দুনীতির জন্য ইতোমধ্যে ১১ পুলিশকে বদলি করেছিলাম। চিহ্নিত সন্ত্রাসীদের ধরার বিষয়ে গণ অধিকার পরিষদ, বিএনপি, এনসিপির নেতৃবৃন্দ থানা পুলিশকে তথ্য দিলে অপরাধীদের বলে দিত। এ কারণে রাতে সন্ত্রাসীরা হুমকি দিত। আমরা বিপ্লব করছি মরার জন্য। মৃত্যুকে ভয় পাইনা।
Jahan