ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা হাজারো মানুষের

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৯, ২ জুলাই ২০২৫

কেরানীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা হাজারো মানুষের

কেরানীগঞ্জের আগানগরে হাজী আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়েছেন হাজারো মানুষ। আজ (০২ জুলাই) বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম চলমান থাকবে।

হাজী আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আরশাদ রহমান সপু।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক, বিশিষ্ট সমাজসেবক জুবায়ের রহমান শুভন বলেন, “গ্রামের সাধারণ মানুষের কথা ভেবে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা ও পরামর্শ দিতে পেরে আমরা খুশি। এমন আয়োজন আরও ছড়িয়ে দেওয়া দরকার, যাতে আরও বেশি অসহায় দুঃস্থ মানুষ চিকিৎসাসেবা পেতে পারে।”

সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন, সেবাসামগ্রীসহ ওষুধ বিতরণ করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন হাজী হাবিবুর রহমান বুলু, অ্যাডভোকেট তানজিলা, আনিসুর রহমান আনিস, আরিফুর রহমান আরিফ, অ্যাডভোকেট জাহিদ হোসেন প্রমুখ।

সানজানা

×