
আকচা ইউনিয়ন পরিষদ হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত বৃক্ষরোপণ করা হবে
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ১০ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রধান অতিথি হিসেবে বুধবার সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ হতে চেরাডাঙ্গী বাজার পর্যন্ত ৫ কিলোমিটার পর্যন্ত রাস্তার পাশে তিন দিনব্যাপী বনজ, ফলদ ও ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৫ হাজার ৫শ’ ৫০ টি গাছের চারা রোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক করেন।
এ উপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।