ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আবিদুর রহমান নিপু, ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৫, ৩ জুলাই ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ কেয়া বেগম (২০) আত্মহত্যা করেছেন।

জানা গেছে, গতকাল বুধবার রাতে ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের গৃহবধূ কেয়া বেগম, পিতা–কামাল খান এবং মাতা–নাজমা বেগম, বাবা-মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে স্বামী ইসরাফিল ফকির (লিবিয়া প্রবাসী)-এর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘুমানোর জন্য চৌচালা টিনের ঘরে চলে যান। তার বাবা-মা দোচালা টিনের ঘরে (খাবার ঘর) শুয়ে পড়েন।

রাত অনুমানিক বারোটার দিকে কেয়া বেগমের মোবাইল ফোনের রিংটোন শুনে তার মা নাজমা বেগম ফোন রিসিভ করার জন্য ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তিনি দেখেন, কেয়া বেগম ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। তিনি চিৎকার দিলে পাশের ঘর থেকে কেয়ার বাবা দৌড়ে এসে টিনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মেয়ের মরদেহ নিচে নামান।

তাদের কান্নাকাটির শব্দ শুনে আশপাশের লোকজন এসে ভাঙ্গা থানায় খবর দেন। ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।

সানজানা

×