
ছবি: জনকণ্ঠ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর 'বৃক্ষরোপণ অভিযান-২০২৫' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বকুলতলা প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, “আমরা আজ একটি মহৎ উদ্দেশ্যে একত্রিত হয়েছি। ঠিক এক বছর আগে, জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ এক নতুন সময়ের দ্বারপ্রান্তে পৌঁছে। এখন আমাদের সামনে সুযোগ এসেছে একটি উন্নত, সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার।”
তিনি এ সময় জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন।
জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” তুলে ধরে বিজিবি প্রধান বলেন, “পরিকল্পিতভাবে সঠিক স্থানে গাছ লাগানো এবং এর সঠিক পরিচর্যার মাধ্যমে আমরা কেবল প্রাকৃতিক পরিবেশকেই রক্ষা করব না, বরং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে পারব।”
তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় বিজিবির সদর দপ্তর ছাড়াও দেশের সকল সেক্টর, ব্যাটালিয়ন ও স্থাপনাগুলোতে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই কর্মসূচি অব্যাহতভাবে বাস্তবায়ন করা হবে।
সাব্বির