ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়াকে ঘিরে রাশিয়ার গোপন পরিকল্পনা ফাঁস!

প্রকাশিত: ১৭:১৮, ৩ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৩২, ৩ জুলাই ২০২৫

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়াকে ঘিরে রাশিয়ার গোপন পরিকল্পনা ফাঁস!

ছবি: সংগৃহীত

ইউক্রেনের খারকিভ ও খেরসনে নতুন করে রুশ হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। বুধবার খারকিভে ড্রোন হামলা চালায় রাশিয়া, এতে আগুন ধরে যায় একটি ভবনে এবং আশপাশের আরও কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়।

অন্যদিকে, দক্ষিণ ইউক্রেনের খেরসনে রুশ আর্টিলারি হামলায় আঘাত হানে একটি হাসপাতালে। এ ঘটনায় আহত হয়েছেন চিকিৎসক, রোগীসহ বেশ কয়েকজন। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তবে কিয়েভ বলছে, রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে।

এই হামলার মধ্যেই সামনে এলো আরও বড় চমক। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে উত্তর কোরিয়া প্রায় ৩০ হাজার সেনা ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে গোপনে ১১ হাজার উত্তর কোরিয়ান সেনা রাশিয়ায় মোতায়েন করা হয়েছিল বলেও তথ্য প্রকাশ করেছে ইউক্রেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এসব সেনাদের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। এমনকি তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা রয়েছে।

এই অবস্থায় ইউক্রেন পড়েছে অস্ত্র ও গোলাবারুদের সংকটে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জানিয়েছে, নিজেদের মজুদ কমে যাওয়ায় আপাতত ইউক্রেনে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের চালান স্থগিত করেছে তারা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের বিষয়ে দ্রুত প্রস্তুতি নিচ্ছে কিয়েভ।

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং অস্ত্র সংকটে ইউক্রেনের এক গভীর কৌশলগত চাপে পড়ার আশঙ্কা রয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=lU8euM3u2sk

রাকিব

×