ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৫ রানে ৭ উইকেটের পতন, ঋতুপর্ণাদের শুভেচ্ছা জানালেন টাইগার পেসার

তাসকিনের যেন বিশ্বাসই হচ্ছে না

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২২:৩৯, ৩ জুলাই ২০২৫

তাসকিনের যেন বিশ্বাসই হচ্ছে না

অভাবনীয় ব্যাটিং ধসের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চান তাসকিন আহমেদ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। যেখানে ১০০ রানেই ছিল ১ উইকেট। স্কোর বোর্ডে আর মাত্র ৫ রান যোগ করতেই হারায় ৭ উইকেট। এতে কলম্বোয় ৭৭  রানের হার দিয়ে শুরু হয়েছে মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বের অধ্যায়। এমন হার যেন বিশ^াসই হচ্ছে না টাইগার পেসার তাসকিন আহমেদের।
ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে, আমি আশা করিনি, কারণ আমি ড্রেসিং রুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে কিন্তু এটা ভালো লাগেনি।’ তবে টাইগারদের শোচনীয় পরাজয়ের দিনে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে পা রাখল নারী ফুটবল দল। এই জয়ে টাইগ্রেসদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন আহমেদ।
লঙ্কানদের বিপক্ষে ৫ রানে ৭ উইকেট হারিয়ে এক লজ্জার রেকর্ড গড়েছে টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে কম রানে বেশি উইকেট হারানোর রেকর্ড এখন বাংলাদেশের দখলে। আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের। ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট হারিয়েছিল তারা। দলীয় ১২৫ রানে ৮ উইকেট হারানোর পর দলের হাল ধরেন জাকের আলি অনিক। ৬৪ বল খরচায় ৪টি ছক্কা ও ৪টি চারের সাহায্যে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তবে অনিকের এই ফিফটি কেবল হারের ব্যবধান কমিয়েছে।
তাসকিন আহমেদ বলেন, ‘আসলে একটা ওভারে ২ জন সেট ব্যাটসম্যান আউট হয়ে যাওয়াতে হয়ত কিছুটা প্যানিক হয়েছিল। তো তখন দেখা গেছে, চাপের মধ্যে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে, একটু অপ্রত্যাশিত ছিল। কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি, এতটাও বাজে টিম আমরা না। আমাদের ভেতরে যে পাইপলাইন আছে সবমিলিয়ে আমার মনে হয় এই ১৫-২০ জন আমাদের সেরা। হ্যাঁ, আমরা এটা নিয়েই এগোচ্ছি।

হয়ত আমাদের বোলিং-ব্যাটিং সব মিলিয়ে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মানসিকতার দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের থেকে, বিশেষ করে ভালো দলের থেকে। এই জায়গাগুলোতে আমরা উন্নতি করার যথেষ্ট চেষ্টা করছি-পরিবেশ, সংস্কৃতি সবমিলিয়ে।’
এমন হারের পর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে এই পেসার বলেন, ‘আমি নিশ্চিত সমর্থক যারা আছেন তারা সবসময় চান আমরা ভালো করি। আমরাও চাই ভালো করতে। আমি নিশ্চিত প্রত্যেকটা খেলোয়াড় যখন এ রকম ফলাফলের পর রুমে যাবে কেউই স্বস্তিতে ঘুমাতে পারবে না, খারাপ লাগবে। আমরা চেষ্টা করছি আর সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি যে, দুর্ভাগ্যজনকভাবে সহজ ম্যাচটা হেরে গেছি। আশা করছি দ্রুতই সব সমস্যা কাটিয়ে উঠব এবং সামনে ভালো জয় উপহার দেব। কারণ স্বপ্ন দেখা ছাড়া তো এগোতে পারব না। প্রতিদিন আমরা কঠোর পরিশ্রম করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা।’
এই ম্যাচে অবশ্য তাসকিন আহমেদ-তানজিম হাসান সাকিবদের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যটা সহজই পেয়েছিল বাংলাদেশ। কেননা প্রতিপক্ষ ২৪৪ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাসকিন। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩ ?উইকেট নিয়েছেন তানজিম সাকিব। স্বাগতিকদের হয়ে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন চারিথ আসালাঙ্কা। ১০৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ৪ ছক্কায়।

×