ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর মুকসুদপুর সড়কের কাজ শুরু

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ০২:১২, ৪ জুলাই ২০২৫

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর মুকসুদপুর সড়কের কাজ শুরু

ছবি: দৈনিক জনকণ্ঠ।

দৈনিক জনকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পরে মুকসুদপুর পৌর সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।

গত মঙ্গলবার (১ জুলাই) দৈনিক জনকণ্ঠ পত্রিকায় “মুকসুদপুর পৌরসভা ও বাজার এলাকায় রাস্তায় জনদুর্ভোগ চরমে” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশের পরে টনক নড়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌর কর্তৃপক্ষের। দীর্ঘদিনের জনদুর্ভোগের পর বৃহস্পতিবার রাতে শহরের প্রধান সড়কে সংস্কার কাজ শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পৌরসভার একটি ট্রাকযোগে ইট এনে উপজেলা সদরের সবচেয়ে ব্যস্ততম চৌরঙ্গী মোড়ের বড় বড় গর্তগুলো, ভরাট করে ইটের সলিংয়ের কাজ শুরু করা হয়। হঠাৎ এই সংস্কার কার্যক্রম দেখে পথচারী ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

একজন অটোচালক বলেন, "পত্রিকায় লেখার কারণে আজ রাস্তায় ইট পড়েছে, এখন অন্তত অটোগাড়িটা ঠিকমতো চালানো যাবে।”

তবে এই পদক্ষেপকে অনেকেই একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন। তাদের মতে, অতীতেও এমন দায়সারা সংস্কার কাজ করা হয়েছে, যা কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে যায়। ভারি যানবাহন চলাচলের কারণে ইটের সলিং বেশিদিন টেকসই হয় না।

ভুক্তভোগী এলাকাবাসীর জোর দাবি, এমন জোড়াতালিভিত্তিক সমাধান না করে, কার্পেটিং বা আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটির একটি স্থায়ী ও টেকসই সংস্কার করা হোক। গণমাধ্যমের হস্তক্ষেপে কাজ শুরু হওয়ায় এবার স্থায়ী সমাধান হবে—এমনটাই প্রত্যাশা মুকসুদপুর পৌরবাসীর।

মিরাজ খান

×