
ছবি: সংগৃহীত
যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে নিঃশব্দে অচল করে দিতে এবার নতুন ধরণের অস্ত্র আনলো চীন। ‘ব্ল্যাকআউট বোম্ব’ বা ‘গ্রাফাইট বোম্ব’ নামের এই অস্ত্র নিয়ে নিজেদের সরকারি টেলিভিশন চ্যানেল সিসিটিভি-তে একটি এনিমেটেড ভিডিও প্রকাশ করেছে দেশটি। চীনের দাবি, বিস্ফোরণ ছাড়াই পুরো একটি শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে এই বোমা।
সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, এই বোমা হাই-ভোল্টেজ বৈদ্যুতিক সরঞ্জাম, ট্রান্সফর্মার ও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা করে শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো সিস্টেমকে অচল করে দিতে সক্ষম। কার্বন ফিলামেন্ট প্রযুক্তি ব্যবহার করে এ কাজটি সম্পন্ন করা হয়।
প্রতিটি বোমা প্রায় এক লাখ ৬ হাজার বর্গফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থা অচল করতে পারে। এটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য এবং ক্ষেপণাস্ত্রের মতো আচরণ করে। একেকটি বোমায় ৪৯০ কেজি বিস্ফোরক থাকে, যা ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
চীনা সংবাদ মাধ্যমে প্রকাশিত এনিমেটেড ভিডিওতে দেখা গেছে, ভূমি থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ৯০টি সাব-মিউনিশন মোতায়ন করে। এদের প্রতিটি আকাশ থেকে কার্বন ফিলামেন্ট ছড়িয়ে দিয়ে ১০,০০০ বর্গমিটার এলাকায় বৈদ্যুতিক গ্রিডে শর্ট সার্কিট সৃষ্টি করতে সক্ষম।
এই অস্ত্রের ধারণাটি প্রথম সামনে আনে চায়না এরোস্পেস সাইন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। তবে এর প্রযুক্তিগত বৈশিষ্ট্য এখনো প্রকাশ করা হয়নি। যতদূর জানা যায়, এটি মূলত শত্রুপক্ষের C4ISR কাঠামো (Command, Control, Communications, Computers, Intelligence, Surveillance & Reconnaissance) দুর্বল করার উদ্দেশ্যে তৈরি।
বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্র কেবল যুদ্ধক্ষেত্রে নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারে। তাইওয়ান সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ-এর তথ্য অনুযায়ী, তাইপের বিদ্যুৎ ব্যবস্থা মাত্র তিনটি প্রধান ট্রান্সমিশন চেকপয়েন্টের উপর নির্ভরশীল। ব্ল্যাকআউট বোম্ব ব্যবহার করে চীন খুব সহজেই তাইওয়ানের রাজধানীকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে পারে।
সূত্র: https://www.youtube.com/watch?v=KVyWgeYgjfw
রাকিব