ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত ৩০০-র বেশি

প্রকাশিত: ১৬:৫৬, ৩ জুলাই ২০২৫

৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত ৩০০-র বেশি

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েল অন্তত ২৬টি রক্তক্ষয়ী হত্যাযজ্ঞ চালিয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি বাহিনীর হাতে ৩০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৩ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বিতর্কিত ইসরায়েল-যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)-এর কেন্দ্রে। দক্ষিণের আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে হামলায় ১৩ জন এবং গাজা শহরের পশ্চিমে মুস্তাফা হাফেজ স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর হামলায় ১৬ জন নিহত ও অনেকে আহত হন।

আশ্রয় নেওয়া আহমেদ মনসুর বলেন, “ভোরে এমনভাবে বিমান হামলা শুরু হয় যেন ভূমিকম্প। ক্ষেপণাস্ত্র সবকিছু পুড়িয়ে দেয়। বহু মানুষ আগুনে পুড়ে মরেছে, কেউ সাহায্য করতে পারেনি।”

গাজা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই ৪৮ ঘণ্টায় হামলাগুলো চালানো হয়েছে আশ্রয়কেন্দ্র, জনবহুল বাজার, ঘরবাড়ি, পরিবার, খাদ্য খোঁজে বের হওয়া নিরন্ন মানুষদের ওপর। স্কুল, বাজার, ও অস্থায়ী আবাসে লুকিয়ে থাকা হাজার হাজার মানুষ এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তারা বেসামরিক নাগরিককে ইচ্ছাকৃত লক্ষ্য করে না এবং গণমাধ্যম মৃত্যুর সংখ্যা বাড়িয়ে বলছে। 

সানজানা

×