ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সুমাইয়া-মেহেদীর নেতৃত্বে ডিআইইউ সিএসই স্পিকার ক্লাব

নুর ইসলাম, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

প্রকাশিত: ২২:৫৩, ৩ জুলাই ২০২৫

সুমাইয়া-মেহেদীর নেতৃত্বে ডিআইইউ সিএসই স্পিকার ক্লাব

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সংগঠন ‘ডিআইইউ সিএসই স্পিকার ক্লাব’-এর ২০২৫-২৬ মেয়াদে সুমাইয়া আক্তারকে সভাপতি ও মো. মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সিএসই বিভাগের চেয়ারম্যান মো. তাহজিব উল ইসলাম এবং প্রভাষক মো. শাকিল সরকারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সিএসই বিভাগের প্রভাষক মো. শাকিল আহমেদ, মো. মোরশেদুর রহমান ও মো. মারুফ আহমেদ।

এছাড়া, কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সৌমিত্র রক্ষিত, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি মুবিন, কোষাধ্যক্ষ রায়হান আলম সিয়াম, অফিস সম্পাদক মো. মিসকাতুন জান্নাত, সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ ও রবিউল আউয়াল, ইভেন্ট কো-অর্ডিনেটর মো. ইমরান খান, আইটি সম্পাদক ইয়াসিন আরাফাত, ট্রেনিং অ্যান্ড ওয়ার্কশপ কো-অর্ডিনেটর এবং মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মারজানা আফরোজ।

এছাড়া বিতর্ক পরিচালক হয়েছেন সামস নূর ইয়াসির তাওরাত, ভিজ্যুয়াল আর্ট পরিচালক দোলন ধ্রুব রায়, অ্যাঙ্করিং পরিচালক মো. রায়হান চৌধুরী তুশার, পাবলিক স্পিকিং পরিচালক মো. নাফিজুর রহমান নাসরাত, ইংলিশ স্পিকিং পরিচালক মো. মোসাদ্দেক হোসেন মেহেদি। নির্বাহী সদস্য হিসেবে আছেন এস. এম. নাবিল ওউসুফ, সানজিদা জেরিন, আল নোমান রবি ও জোনায়েদ রাতুল।

নতুন কমিটির মাধ্যমে ডিআইইউ সিএসই স্পিকার ক্লাব ও বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মিমিয়া

×