ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

চাল নিয়ে কারসাজি, খাজানগরে তিন মিল মালিককে জরিমানা

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ০০:৫০, ৪ জুলাই ২০২৫

চাল নিয়ে কারসাজি, খাজানগরে তিন মিল মালিককে জরিমানা

ছবি: জনকণ্ঠ

চালের বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে অনিয়ম ও কারসাজির অভিযোগে কুষ্টিয়ার খাজানগরের তিন চালকলকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, টোকন রাইস মিল, জাহিদ অটো রাইস মিল ও দাদা অটো রাইস মিল অতিরিক্ত পরিমাণে চাল মজুদ করে রাখার পাশাপাশি পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং চালের মোড়কে ভুয়া ব্র্যান্ড নাম ব্যবহার করছে। এছাড়াও, অনেক ক্ষেত্রে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে টোকন রাইস মিলকে ৪০ হাজার টাকা, জাহিদ অটো রাইস মিলকে ২০ হাজার টাকা এবং দাদা অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কুষ্টিয়ার খাজানগর দেশের অন্যতম বৃহৎ চাল মোকাম। এখান থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ চাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। সম্প্রতি এই মোকাম থেকে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ ওঠে একাধিক মিল মালিকের বিরুদ্ধে।

শহীদ

×