ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঘরের মাটির নিচে লুকানো বড় ভাইয়ের লাশ উদ্ধার

ছোট ভাইয়ের স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় হত্যা, প্রেমিক-প্রেমিকাসহ গ্রেপ্তার ৩

মীর শাহ আলম, কুমিল্লা

প্রকাশিত: ২০:৪৬, ৩ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৭, ৩ জুলাই ২০২৫

ছোট ভাইয়ের স্ত্রীর পরকীয়া দেখে ফেলায় হত্যা, প্রেমিক-প্রেমিকাসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ হত্যাকাণ্ডের পর একই দিনে পৃথক ঘটনায় ছোট ভাই তাজুর রহমানের ঘরের মাটি খুঁড়ে ড্রামের ভিতর থেকে বড় ভাই মনির হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রী শাহিদা বেগম ও তার প্রেমিক ইব্রাহিমসহ তিনজনকে আটক করা হয়েছে। মুরাদনগর উপজেলার ইউসুফপুর গ্রামে বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, ইউসুফপুর গ্রামের আব্দুল মতিনের দুই ছেলে তাজুর রহমান ও মনির হোসেন কাজের সুবাদে তাজুর রহমান সিলেটের অবস্থান করেন। এই সুযোগে তাজুর রহমানের স্ত্রী শাহিদা বেগম তাদের পার্শ্ববর্তী বাড়ির ইব্রাহিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের এই অনৈতিক সম্পর্ক তাজুর রহমানের বড় ভাই মনির হোসেন একদিন দেখে ফেলেন।

এতে শাহিদা বেগম ও ইব্রাহিমের পরকীয়ার বিষয়টি জানাজানি হবে ভেবে তা ধামাচাপা দিতে মনির হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয়। তিন চার দিন আগে মনির হোসেনকে তার ভাইয়ের ঘরে ডেকে আনে শাহিদা। এ সময় পরিকল্পিতভাবে তাকে গলা টিপে হত্যা করা হয়। পরে ঘরের এক কোনায় গর্ত করে ড্রাম রেখে ওই ড্রামের ভিতর মনির হোসেনের লাশ রেখে তা মাটি চাপা দেওয়া হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য জানান।

কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, এ ঘটনায় তাজুর রহমানের স্ত্রী শাহিদা বেগম, তার প্রেমিক ইব্রাহিম ও ইব্রাহিমের মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। নিহত মনির হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

রাকিব

×