
ছবি: জনকণ্ঠ
ফরিদপুরের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামি ছাত্র ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
বুধবার (১৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বর থেকে এ বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। পরে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় কর্মসূচিতে শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশপন্থী ঐক্যের ফসল । এই ঐক্যের পক্ষের কোনো শক্তি আঘাতপ্রাপ্ত হলে, হোক সে বিএনপি, এনসিপি অথবা অন্য কেউ আমরা রাজপথ থেকে প্রতিবাদ করবো। আমাদের সংগ্রাম এখনও শেষ হয়নি।
গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে এটা শুধু আওয়ামী লীগ নয়, দিল্লির ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে প্রত্যেকটি মানুষকে সজাগ থাকতে হবে। চিহ্নিত ছাত্রলীগের দোসর যারা গণআন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, শিক্ষার্থীরা হলে হলে এই চিহ্নিত সন্ত্রাসীদের পোস্টার লাগিয়েছে, তারা অনেকে প্রকাশ্যে ঘুরে বেড়ায়।বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিচার করতে ব্যর্থ হয়েছে । আমরা তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসর যারা ৩১ শে জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলো সেই শিক্ষক-কর্মকর্তাদের এখনও চাকুরি থেকে বহিষ্কার করা হয়নি। আমরা অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাই।
প্রসঙ্গত, বুধবার সকালে গোপালগঞ্জ এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের খবর জানা যায়। এতে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজনের হতাহতের সংবাদও পাওয়া গিয়েছে। এরই প্রতিবাদ স্বরুপ এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
শহীদ