
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ—এক সময় যেখানে রাষ্ট্রপতি হয়েও জিয়াউর রহমান ও হুসেইন মুহম্মদ এরশাদ জনসভা করতে পারেননি। আওয়ামীপন্থী জনতার বাধায় জিয়ার গাড়িবহর থেমে গিয়েছিল শহরের প্রবেশ মুখে। উত্তেজিত জনতা ‘ঘাতক’ ‘বঙ্গবন্ধুর খুনি’ স্লোগান দিয়ে বাধা দেয় তাকে। সভাস্থলে পৌঁছেও বক্তব্য দিতে পারেননি তিনি। নিরাপত্তা হুমকির কারণে হেলিকপ্টারে খুলনা ফিরিয়ে নিতে হয় তাকে।
এরশাদও রাষ্ট্রপতি অবস্থায় গোপালগঞ্জে একই অভিজ্ঞতার শিকার হন।
সেই গোপালগঞ্জেই আজ ইতিহাস বদলেছে। সাদিক কায়েমের ভাষায়, ইতিহাস জেনেই আজ মৃত্যুকে তুচ্ছ করে হাসনাত-সার্জিদের মতো নেতারা সেখানে দাঁড়িয়েছেন। বজ্র কণ্ঠে তারা বলেছে: “মুজিববাদ মুজিববাদ–মুর্দাবাদ মুর্দাবাদ। মুজিববাদের আস্তানা–ভেঙে দাও গুড়িয়ে দাও!”
এভাবেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তারা ঘোষণা দিয়েছে নতুন ইতিহাসের।
সাদিক কায়েম তার স্ট্যাটাসে স্মরণ করিয়ে দিয়েছেন সেই মহিয়সী নারীকে—যিনি একসময় বলেছিলেন, “গোপালগঞ্জের নামই বদলে দেবো।” শত অত্যাচারের পরও যিনি আজও বেঁচে আছেন। হয়তো জীবিত অবস্থাতেই তিনি দেখে যাবেন—“সত্যি সত্যি গোপালগঞ্জের নাম বদলে গেছে।”
আসিফ