ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এক মাসের জন্য ৫০ হাজার টাকা কোথায় বিনিয়োগ করলে দ্বিগুণ লাভ হবে?

প্রকাশিত: ০২:০০, ১৭ জুলাই ২০২৫

এক মাসের জন্য ৫০ হাজার টাকা কোথায় বিনিয়োগ করলে দ্বিগুণ লাভ হবে?

ছবি: সংগৃহীত।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মূল্যস্ফীতি ও টাকার ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেকেই ভাবছেন—অল্প সময়ের জন্য হাতে থাকা টাকা কোথায় বিনিয়োগ করলে নিরাপদ থাকা সাথেই ভালো রিটার্ন পাওয়া যাবে। বিশেষ করে যদি আপনার হাতে ৫০ হাজার, এক লাখ, কিংবা ১০ লাখ টাকার মতো অস্থায়ী অর্থ থাকে, এবং আপনি জানেন না ঠিক কখন এই টাকা লাগবে—তাহলে কী করবেন?

অল্প মেয়াদি বিনিয়োগের সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়:
বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর ও ঝুঁকিমুক্ত বিকল্প হচ্ছে ব্যাংকের MTDR (Monthly Term Deposit Receipt) বা টার্ম ডিপোজিট। আপনি চাইলে এক মাস, তিন মাস বা আপনার সুবিধামতো যেকোনো মেয়াদে এই ডিপোজিট করতে পারবেন। প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলতে পারবেন এবং প্রতিদিনের ভিত্তিতে সুদ বা শরিয়া ভিত্তিক মুনাফা পেতে পারেন।

শরিয়া ভিত্তিক ব্যাংকেও রয়েছে MTDR সুবিধা।
এই স্কিমে টাকা রাখলে তা শুধু নিরাপদই থাকে না, বরং সুদ বা মুনাফা হিসেবেও বাড়ে। আবার মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হয়—যাতে করে আলাদা করে ব্যাংকে যেতে না হয়।

যদি টাকাটা কিছুটা দীর্ঘ মেয়াদে রাখতে পারেন?
এই ক্ষেত্রে সোনা, শেয়ার বাজার এবং বন্ড হতে পারে আপনার বিকল্প।

সোনায় বিনিয়োগ:
সোনার প্রধান সুবিধা হলো—ডলারের দামের সঙ্গে তাল মিলিয়ে এর দাম বাড়ে, ফলে টাকার মূল্য কমলেও সোনার মূল্য স্থিতিশীল থাকে। গত দুই বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে। তবে এক্ষেত্রে সমস্যা হলো নিরাপত্তা ও বিক্রির সময় ১৫-২০% বাট্টা দিতে হতে পারে। শরিয়া ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য এটি একটি উত্তম বিকল্প।

শেয়ার বাজার ও বন্ডে বিনিয়োগ:
যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান, তারা শেয়ার বাজার কিংবা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে পারেন। বর্তমানে বাংলাদেশে অনেক শেয়ারের দাম কম থাকায় এখন প্রবেশ করার সময় হিসেবে ভালো হতে পারে। তবে পুঁজিবাজারে বিনিয়োগে সতর্ক থাকা জরুরি—যাতে মুনাফা করতে গিয়ে মূলধন হারাতে না হয়। শরিয়া ভিত্তিক হালাল কোম্পানিতে বিনিয়োগ করলেও তা ইসলামসম্মত থাকবে।

সঞ্চয়পত্রে বিনিয়োগ:
যদিও এটি সুদভিত্তিক, তারপরও এটি নিরাপদ ও উচ্চ রিটার্নের একটি পথ, তবে শরিয়া ভিত্তিক বিনিয়োগকারীদের জন্য এই পথ নিষিদ্ধ।

এক মাসের জন্য বা অনির্দিষ্ট সময়ের জন্য টাকা কোথায় রাখবেন, সেটা নির্ভর করছে আপনার চাহিদা, ঝুঁকি গ্রহণের মানসিকতা এবং ধর্মীয় অবস্থানের উপর। তবে যেকোনো পরিস্থিতিতে টাকা বাসায় রেখে না দিয়ে, নিরাপদ ও ফলপ্রসূ কোনো বিনিয়োগে লাগানোই হবে স্মার্ট সিদ্ধান্ত।

নুসরাত

×