ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

সিরিয়ায় ইসরায়েলের তীব্র বোমা হামলা, নিহত ৩

প্রকাশিত: ০৫:০৫, ১৭ জুলাই ২০২৫

সিরিয়ায় ইসরায়েলের তীব্র বোমা হামলা, নিহত ৩

ছবি: সংগৃহীত

ইসরায়েল ফের সিরিয়ার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। রাজধানী দামেস্কসহ একাধিক শহরে চালানো এই হামলায় অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিরীয় সংবাদ সংস্থা। হামলার লক্ষ্যবস্তু ছিল প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকা এবং সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো।

বিগত ডিসেম্বর মাসে দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাসার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ায় আগ্রাসন জোরদার করেছে ইসরায়েল। গোলান হাইটসের জাতিসংঘ পর্যবেক্ষিত নিষেধাজ্ঞাপ্রাপ্ত এলাকা দখলের পর দেশটি সিরিয়ায় শত শত বোমা হামলা চালিয়েছে। এতে বহু সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাতের দিকে দামেস্কের কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণ জনমনে আতঙ্ক সৃষ্টি করে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে ধ্বংসস্তূপ ও ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা দেখা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই হামলা প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন নিরাপত্তা জোন ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

এখন পর্যন্ত ইসরায়েল সরকার এই হামলার দায় স্বীকার না করলেও দেশটির সেনাবাহিনী পূর্বেও সিরিয়ায় নিয়মিত বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা দাবি করে, ইরান-সমর্থিত মিলিশিয়াদের সরঞ্জাম ও অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতেই এসব হামলা চালানো হয়।

তবে সিরিয়া ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব হামলায় বেসামরিক নাগরিকরাও নিয়মিত হতাহত হচ্ছেন এবং সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলের এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

সিরিয়ায় সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সুযোগে ইসরায়েল তাদের আকাশ সীমা ও নিরাপত্তা বলয় সম্প্রসারণের চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

শেখ ফরিদ 

×