ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এবার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু !

প্রকাশিত: ১০:৩৬, ১৭ জুলাই ২০২৫

এবার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু !

ছবি: সংগৃহীত।

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশেই চরমভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। সাম্প্রতিক এক সংকটে তার নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছে কট্টরপন্থী দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)

বিতর্কের কেন্দ্রে রয়েছে ইসরাইলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে নতুন নিয়ম। এতদিন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের (ইয়েশিবা) ছাত্ররা সেনা সেবা থেকে ছাড় পেতেন। কিন্তু সর্বোচ্চ আদালতের এক রায়ে তা বাতিল হয়ে গেলে, ধর্মীয় দলগুলোর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়।

ইউটিজের পাশাপাশি তাদের ঘনিষ্ঠ সহযোগী দল শাস-ও সরকার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে তারা জানিয়েছে, সরকার পতনের মতো সরাসরি পদক্ষেপ তারা নেবে না।

জোট ভাঙনের ফলে ইসরাইলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা দাঁড়িয়েছে মাত্র ৫০টি আসনে, যেখানে মোট আসন সংখ্যা ১২০।

বিরোধীদলীয় নেতারা এই সরকারকে "অবৈধ সংখ্যালঘু সরকার" বলে উল্লেখ করে বলেছেন, এই প্রশাসন এখন কার্যত পক্ষাঘাতগ্রস্ত।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একের পর এক সমর্থন হারানো নেতানিয়াহু কি ক্ষমতায় টিকে থাকতে পারবেন, নাকি তার পতন এখন শুধুই সময়ের ব্যাপার—তা নিয়ে চলছে জোর আলোচনার ঝড়।

নুসরাত

আরো পড়ুন  

×