ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলকে মার্কিনীদের পোষা কুকুর বললেন খামেনি, আরও বড় প্রতিশোধের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৪৯, ১৭ জুলাই ২০২৫

ইসরায়েলকে মার্কিনীদের পোষা কুকুর বললেন খামেনি, আরও বড় প্রতিশোধের হুঁশিয়ারি

ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি বুধবার কঠোর বার্তায় জানিয়ে দিয়েছেন, যদি দেশটির বিরুদ্ধে আবার সামরিক হামলা হয়, তবে আগের চেয়ে আরও বড় প্রতিশোধমূলক আঘাত হানবে তেহরান। তিনি বলেন, “আমাদের জাতি যে আমেরিকার এবং তার চেন লাগানো কুকুর, অর্থাৎ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের শক্তির মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত, এটি অত্যন্ত প্রশংসনীয়।”

গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায়। যদিও ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

এর পাল্টা জবাবে ইরান কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। খামেনেই বলেন, “ওই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। আমরা চাইলেই এর চেয়েও বড় ধাক্কা দিতে পারি।”

বর্তমানে, ইরানের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে ২০১৫ সালের পরমাণু চুক্তি (Joint Comprehensive Plan of Action - JCPOA) নতুন করে কার্যকর করার বিষয়ে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় তিনটি শক্তিধর দেশ আগস্ট মাসের শেষ নাগাদ একটি চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করেছেন, সময়সীমা পেরিয়ে গেলে আগের মতোই সব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর হতে পারে – একে বলা হচ্ছে "স্ন্যাপব্যাক" ব্যবস্থা।

তবে এসব চাপের মাঝেও ইরানের পার্লামেন্ট স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু আলোচনা শুরু করবে না তেহরান।

খামেনি আরও বলেন, “কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে, যখনই আমরা এগিয়ে যাই, আমরা তা করি আত্মবিশ্বাস নিয়ে, দুর্বলতা থেকে নয়। আমাদের কূটনীতিকদের উচিত এটাই মাথায় রাখা এবং সেই অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া।”

 
 

মারিয়া

×