ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানে বন্যায় একদিনে ৬৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪২, ১৭ জুলাই ২০২৫

পাকিস্তানে বন্যায় একদিনে ৬৩ মৃত্যু

পাকিস্তানের ঝিলম এলাকায় বন্যায় আটকেপড়াদের উদ্ধারে অভিযান চলছে

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত ২৪ ঘণ্টায় ৬৩ জন মানুষের প্রাণহানি এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পাঞ্জাবের বেশ কয়েকটি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর ডনের। পাঞ্জাব ওয়াসার মহাপরিচালক (ডিজি) তৈয়ব ফরিদ বলেন- রাওয়ালপিন্ডি, চাকওয়াল এবং আশপাশের এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে নদী উপচে পড়েছে, যার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় প্রদেশজুড়ে মৌসুমি বৃষ্টিপাতের কারণে ৬৩ জন মারা গেছেন এবং ২৯০ জন আহত হয়েছেন। এর মধ্যে লাহোরে কমপক্ষে ১৫ জন, ফয়সালাবাদে নয়জন, সাহিওয়ালে পাঁচজন, পাকপত্তনে তিনজন এবং ওকারায় নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবার সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক এক্স বার্তায় বলেছেন, অস্বাভাবিক মুষলধারে বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতির কারণে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্যানেল হু

×