ফিলিস্তিনের গাজায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এই সময়ে ইসরাইল ২৬টি গণহত্যা চালিয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ইসরাইল অন্তত ৭৩ জনকে হত্যা করেছে। এদের মধ্যে ৩৩ জন বিতর্কিত যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রে সাহায্যের আশায় গিয়েছিলেন। খবর আলজাজিরার।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী তাকে আহ্বান জানিয়েছেন, তিনি যেন অবিলম্বে দখলকৃত পশ্চিমতীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করেন। বুধবার সন্ধ্যায় নেতানিয়াহুকে লেখা একটি চিঠিতে তারা এ আহ্বান করেন। ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি শেয়ার করেছেন। দক্ষিণের আল মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরাইলি বাহিনীর হামলায় ১৩ জন এবং গাজা শহরের পশ্চিমে একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের ওপর হামলায় ১৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে।