ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ

বাংলাদেশ বিভাগের সব খবর

অনুপ্রবেশের অপেক্ষায় আরও তিন শতাধিক বিজিপি সদস্য

অনুপ্রবেশের অপেক্ষায় আরও তিন শতাধিক বিজিপি সদস্য

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের কাছাকাছি অপেক্ষায় রয়েছে আরও তিন শতাধিক বিজিপি সদস্য। এদিকে রবিবার রাতে ৩৩ মিনিটে ২১টি মর্টারশেলের বিস্ফোরণে কেঁপে ওঠে এপারের টেকনাফ সীমান্তের কয়েকটি গ্রাম।  স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। এরই মধ্যে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী মিয়ানমারের ঢেকুবনিয়া, রাইটক্যাম্পসহ বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে বিদ্রোহীরা। বর্তমানে আশারতলী, জামছড়ি, পানছড়ি ও লেমুছড়ি সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে  রাশিদং অঞ্চলের অংথাব্রে ক্যাম্পসহ আরও কয়েকটি চৌকি দখলে নিতে দফায় দফায় যুদ্ধ চলছে আরাকান আর্মি। এ যুদ্ধে ব্যবহার করা গোলার শব্দে প্রায়ই কেপে উঠেছে সীমান্তের এপারের এলাকাগুলোও।

২৫ বছরেও হয়নি  সেতুর সংযোগ  সড়ক

২৫ বছরেও হয়নি সেতুর সংযোগ সড়ক

মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীরঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের উপর প্রায় ২৫ বছর আগে নির্মিত সেতুর দুই পাশে আজো হয়নি সংযোগ সড়ক। এভাবেই ঠাঁয় হয়ে দাঁড়িয়ে রয়েছে ২৫ বছর ধরে। সেতুটির পাশেই রয়েছে গ্রামীণ মাটির সড়ক, সেখানে সেতু না থাকায় বর্ষা মৌসুমে ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। স্থানীয়রা জানান, উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর ঘোষেরপাড়া এলাকার গোলডোবা খালের ওপর প্রায় ২৫ বছর আগে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। সেতু নির্মাণ করার পরে আর কোন সংযোগ সড়ক দেওয়া হয়নি। এভাবেই কেটে গেছে প্রায় ২৫ বছর। সড়ক নির্মাণের আগেই সেতুটি নির্মাণ করা হয়েছিল। পরে ওইদিকে দিয়ে আর সড়কও নির্মাণ হয়নি। সড়ক থেকে ১০০ ফুট পূর্ব দিকে সেতুটি রয়েছে। অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় সেতুটি কাজে লাগেনি বলে অভিযোগ করেন স্থানীয়রা।