যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠেছে, বিশেষ করে গাজা সংকটকে কেন্দ্র করে ঢাকায় মার্কিন ব্র্যান্ড বয়কট ও ইসলামিস্ট উগ্রবাদের অভিযোগ নিয়ে আলোচনা হয়। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি ও নাত্সি প্রতীক বহনকারী বিক্ষোভ, ইহুদিবিদ্বেষী বক্তব্য এবং কেএফসি-কোকাকোলার মতো মার্কিন প্রতিষ্ঠান বয়কটের ডাক কি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এছাড়া, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের সরকার আমলে ইসলামি উগ্রবাদ বৃদ্ধির আশঙ্কাও প্রশ্নে উঠে আসে।