
ছবি: সংগৃহীত।
‘মিজাইলম্যান’ ও ‘স্বৈরশাসক’ হিসেবে পরিচিত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে কঠিন মনোভাবের শাসক হিসেবেই চেনে বিশ্ব। অথচ এবার সেই কঠোর নেতা প্রকাশ্যে কেঁদে ফেলেছেন। যুদ্ধক্ষেত্রে নিহত উত্তর কোরিয়ার সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে অঝোরে কেঁদেছেন তিনি—এমন ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে আলোড়ন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও ইয়াহু নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির এক বছর পূর্তিতে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে অংশ নেন কিম জং উন। অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত উত্তর কোরিয়ান সেনাদের সম্মান জানাতে গিয়ে কফিনে হাত রেখে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। এ সময় তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অনুষ্ঠানটির ভিডিও সম্প্রচার করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
দ্য টেলিগ্রাফ জানায়, এই স্মরণ অনুষ্ঠানটি ছিল রাশিয়ার কোর্স কাউন্ট অঞ্চলে যৌথ যুদ্ধ অভিযানে নিহত উত্তর কোরিয়ান সেনাদের উদ্দেশ্যে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় ৬ হাজার সেনা নিহত ও আহত হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস জানায়, ২০২৪ সালের অক্টোবরে উত্তর কোরিয়ার অন্তত ১,৫০০ বিশেষ বাহিনীর সদস্যকে রাশিয়ার ভ্লাদিভোস্টকে পাঠানো হয়েছিল। শিগগিরই আরও সেনা পাঠানোর সম্ভাবনাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার সেনাদের রাশিয়ার যুদ্ধে সরাসরি সম্পৃক্ততা তৃতীয় পক্ষের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। পশ্চিমা বিশ্ব ও উত্তর কোরিয়ার মধ্যকার উত্তেজনা এর ফলে আরও বাড়তে পারে।
নুসরাত