
ছবি: সংগৃহীত।
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক মধ্যবয়সী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পুকুরটিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, “স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং পুকুর থেকে লাশ উদ্ধার করি। লাশ থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
নুসরাত