ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

এই অ্যাপটি আপনার ফোনে থাকলে এখনই মুছে ফেলুন

প্রকাশিত: ১৪:৩২, ২ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৩৪, ২ জুলাই ২০২৫

এই অ্যাপটি আপনার ফোনে থাকলে এখনই মুছে ফেলুন

আজ আপনি ফোনে যে অ্যাপটি ব্যবহার করছেন, সেটাই হতে পারে আপনার ব্যক্তিগত নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। গ্যালারির ছবি, ব্যক্তিগত ভিডিও, অডিও বা বার্তা—সব কিছুই হাতছাড়া হয়ে যেতে পারে এক ক্লিকের অসতর্কতায়।

নতুন এই ভয়ংকর ম্যালওয়ারটির নাম ‘স্পার্ককিট্টি’। ছদ্মবেশী এই অ্যাপটি ইতোমধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস—উভয় প্ল্যাটফর্মেই সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা।

দেখতে সাধারণ একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাপ মনে হলেও, একবার ফোনে ইনস্টল করলেই শুরু হয় বিপদ। ব্যাকগ্রাউন্ডে কার্যক্রম চালিয়ে, ব্যবহারকারীর অজান্তেই ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, গ্যালারি ও লোকেশন অ্যাক্সেস করে নেয় এবং একটি রিমোট সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে তথ্য পাঠাতে থাকে।

কীভাবে বোঝা যাবে আপনার ফোনে নজরদারি চলছে?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই স্পাইওয়্যার ফোনে ঢুকে পড়লে কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন:

  • হঠাৎ করে ব্যাটারির চার্জ দ্রুত কমে যাওয়া

  • ওয়াই-ফাই সংযোগ ধীর হয়ে যাওয়া বা অপরিচিত ডিভাইস যুক্ত হওয়ার ইঙ্গিত

  • ফোনে অজানা ফাইল বা অ্যাপের উপস্থিতি

  • ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের অস্বাভাবিক আচরণ, অথচ আপনি ব্যবহার করছেন না

কী করবেন এখন?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা:

  • Settings → Privacy → Permission Manager-এ গিয়ে দেখে নিন কোন অ্যাপগুলো ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশন অ্যাক্সেস করছে।

আইফোন ব্যবহারকারীরা:

  • Settings → Privacy → App Permissions-এ গিয়ে চেক করুন কোন অ্যাপগুলো স্পর্শকাতর তথ্য দেখতে পারছে।

উভয় প্ল্যাটফর্মেই Wireshark বা অনুরূপ মনিটরিং টুল ইনস্টল হয়েছে কি না, সেটিও নজরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

এখন অ্যাপের আড়ালেও তথ্য চুরি হচ্ছে। তাই অচেনা অ্যাপ ডাউনলোডে সতর্ক থাকুন, প্রয়োজনীয় অ্যাপেই সীমাবদ্ধ থাকুন এবং প্রাইভেসি সেটিংস নিয়মিত যাচাই করুন। 

সানজানা

×