ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

আন্দোলনের এক বছর পরও একই সিস্টেম এর বিরুদ্ধে যুদ্ধ, একই বৈষম্যের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হচ্ছে: উমামা ফাতেমা

প্রকাশিত: ০২:২৬, ৩ জুলাই ২০২৫; আপডেট: ০২:২৮, ৩ জুলাই ২০২৫

আন্দোলনের এক বছর পরও একই সিস্টেম এর বিরুদ্ধে যুদ্ধ, একই বৈষম্যের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হচ্ছে: উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সম্প্রতি (০১ জুলাই) এক টকশোতে মন্তব্য করেন, জুলাই এর যে আন্দোলনটা করেছে সেটা এখনো পর্যন্ত চলছে। একই সিস্টেম এর বিরুদ্ধে যুদ্ধ, একই বৈষম্যের বিরুদ্ধে এখনও পর্যন্ত প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হচ্ছে।

উপস্থাপক জানতে চান ২০১৪ এর ১ জুলাই আর আজকের ১ জুলাই, তফাতটা আসলে কিরকম? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন রূপ নিল তখন কি আপনারা ভেবেছিলেন যে আন্দোলনটা এই জায়গাটায় আসবে কিনা?

জবাবে উমামা ফাতেমা বলেন, আজকে জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি হয়েছে এবং ঠিক আমার আমার কাছে যদিও কিছুটা কিন্তু আছে। যে আমরা যখন ১ জুলাই কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলাম তখন কিন্তু ঠিক আমরা এই শেখ হাসিনা পতনের বার্তাটা আমরা মাঠ পর্যায়ে দেইনি। জুলাই অভ্যুত্থানটা আসলে অভ্যুত্থানে রূপ নিয়েছে অনেক গ্রাজুয়েলি একদমই জুলাই মাসের শেষদিকে।

তো এই যে ফেজ টা সেই সময়টা আসলে এটা খুবই সাধারণ একটা ছাত্র আন্দোলন ছিল। যেখানে অবশ্যই যেহেতু আনএম্প্লয়মেন্ট ইস্যু টা একটা মেইন ফোকাসড ইস্যু এবং বৈষম্য যে হচ্ছে সরকারি চাকরির বাজারে সেটা একটা মেইন ইস্যু ছিল।

তিনি বলেন, এটা একটা বড় ধরনের ছাত্র আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। তো এটার মধ্যে বিগত সরকারের প্রতি যে একটা ক্ষোভ ছিল সাধারণ ছাত্রদের মধ্যে সেটাও খুবই বোঝা যাচ্ছিল। কারণ আমরা যতই বলি না কেন, আমরা যতই বলছিলাম যে এখানে হাইকোর্ট এর রায়ের মাধ্যমে এটা হয়ে আসতে হবে। 

কিন্তু আমাদের ভিতরে আমরা খুব ভালোভাবে এটা অনুভব করছিলাম যে বিগত যে সরকার তারা তো দেশে নির্বাহী ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা সব কিছুই কিন্তু সরকার আসলে কব্জা করে ফেলেছে। তো এই জায়গায় হয়তো আমি সরাসরি বলতে পারছি না। কিন্তু আমার মনের ভিতরে আছে যে আওয়ামী লীগ বলেছে বলেই আসলে এই কোটা ব্যবস্থাটা ফেরত এসেছে।

উমামা ফাতেমা জানান, বীজটা কিন্তু এই জুলাই এর প্রথম থেকেই ছিল। তবে আমরা যখন শুরুর দিকে নামি তখন আমরা কিন্তু শব্দের ব্যাপারে অনেক সতর্ক থাকতাম। যে কোন ধরনের কথা আমরা সহজে বলতে চাইতাম না। স্লোগান এর ব্যাপারেও আমরা সতর্ক থাকতাম। তারপর কোর্ট নিয়ে কথা বলার ব্যাপারে আমরা অনেক বেশি সতর্ক থাকতাম। জুলাই এর এই আজকের দিনটাতে আমরা প্রথম সেন্ট্রাল লাইব্রেরীর সামনে জড়ো হই সকাল এগারোটার দিকে এবং একটা মিছিল নিয়ে আমরা রাজু ভাস্কর্যে সামনে আসি।

তিনি বলেন, সেদিনও ক্যাম্পাস খুব বেশি আসলে খুলেনি। এই কোরবানি ঈদের পরে। তো যেটা হয় ক্যাম্পাস আসলে কিছুটা স্থবির ছিল এবং সেদিন অংশগ্রহণও কিছুটা কম ছিল।

আজকে একবছর পরে মাঝে  অনেক কিছুই আসলে ঘটে গেছে। এক বছর চলে গেছে, আসলে খুব বেশি মনে হচ্ছে না। শুধু মনে হচ্ছে যে সেই যে জুলাই এর যে আন্দোলনটা করেছে সেটারই একটা কন্টিনিউয়েশন এখনো পর্যন্ত আমাদের চলছে। ওই যে একই সিস্টেম এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ, একই যে একটা বৈষম্যের বিরুদ্ধে, ওইটা কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রতি মুহূর্তে ফাইট করে যেতে হচ্ছে।

উমামা ফাতেমা বলেন,কালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকালকে রাতে সেটা হচ্ছে আজকে ৩৬৫ জুলাই, আমাদের সংগ্রাম টা শেষ হয়ে যায়নি। সংগ্রামটা করে যেতে হচ্ছে তো সেটাকে সিগনিফাই করার জন্য।

 

 

সূত্র:https://tinyurl.com/3c75e3nz

আফরোজা

×