
এলপিজির দাম কমানো হয়েছে
জুন মাসের মতো জুলাই মাসেও এলপিজির দাম কমানো হয়েছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪০৩ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা। একইসঙ্গে কমানো হয়েছে অটোগ্যাসের দামও। অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা ছিল।
বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এই নতুন মূল্য বুধবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর করা হয়েছে।
এর আগে জুন মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩১ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর আগের মাসে অর্থাৎ মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫০ টাকা থেকে ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল। বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৩ টাকা ১৯ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ৮৯ পয়সা নির্ধারণ করেছে কমিশন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে জানান, সাড়ে ৫ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪২১, ১৫ কেজির দাম এক হাজার ৭০৫, ১৬ কেজির দাম এক হাজার ৮১৮, ১৮ কেজির দাম দুই হাজার ৪৬, ২০ কেজির দাম দুই হাজার ২৭৩, ২২ কেজির দাম আড়াই হাজার, ৩০ কেজির দাম তিন হাজার ৪০৯, ৩৩ কেজির দাম তিন হাজার ৭৫০, ৩৫ কেজির দাম তিন হাজার ৯৭৭ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।